ই-পেপার বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন দিবস পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
০২ মার্চ ২০২৪, ১৬:৩১

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম মানচিত্রখচিত পতাকা উত্তোলনের দিন ও দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করতে ঢাবিতে পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে।

শনিবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঢাবির কলাভবন সংলগ্ন বটতলার নিচে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

এ সময় সংগীত ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে বটতলা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হল ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির উপস্থিত ছিলেন

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মাকসুদ কামাল বলেন, ২ মার্চ পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্বকে বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্বের জানান দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় বাংলার মানুষ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব অর্জন করে। যে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে পতাকা উত্তোলন করা হয়েছিল, তার নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতার ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পতাকা উত্তোলন দিবসের তাৎপর্য অপরিসীম।

তিনি বলেন, আজকের এই পতাকা উত্তোলন দিবসের তাৎপর্য হলো ‘দিনটি একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক’। এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত হয়ে যায় ১৯৭১ সালের এই দিনে। এটি পাকিস্তানি শাসকদের জন্য ছিল একটি মৃত্যু পরোয়ানা। এটি বুজতে পেরেই পাকিস্তানি সরকার ক্র্যাকডাউনের পরিকল্পনা করে। অন্যদিকে, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে গেছেন মুক্তির সংগ্রামে দিকে এবং বাংলাদেরকে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২ মার্চ ঢাবির বটতলায় এক ছাত্র সমাবেশে ছাত্রনেতা আ স ম আব্দুর রবের নেতৃত্বে ডাকসু নেতারা বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই পতাকার মাঝখানে ছিল স্বাধীন বাংলাদেশের মানচিত্র। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আমার বার্তা/জালাল আহমদ/এমই

ক্ষমতার মসনদ থেকে কীভাবে টেনে নামাতে হয় ছাত্রদল জানে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত প্রকৃত খুনিদের অতিদ্রুত

জবিস্থ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে রনি-সাজেদুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোরশেদ আলম

নিটোরের ফিজিওথেরাপিস্ট শিক্ষার্থীদের ভাতার দাবিতে দ্বিতীয় দিনের মত কর্মসূচি

ন্যায্য ভাতা পাওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় অর্থোপেডিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআর পৃথকের আগে কর্মকর্তাদের দাবি যতটা সম্ভব অন্তর্ভুক্ত করবো

তিতুমীর কলেজের শিক্ষার্থীর ওপর ওলামা দল নেতার হামলা 

আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, সাবধান করল ডিএমপি

সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ

ক্ষমতার মসনদ থেকে কীভাবে টেনে নামাতে হয় ছাত্রদল জানে

সড়কের চার প্রস্তাবে ৪৩৮ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় অনুমোদন

জবিস্থ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে রনি-সাজেদুল

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে নরওয়ে

দিনে ৬ লাখ টাকা কর ফাঁকি দিচ্ছিল রয়্যাল টোব্যাকো, বন্ধ করে দিলেন ডিসি

জাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লাখ টাকার সহায়তা

সরকারি ব্যাংকের নবম-দশম গ্রেডে ৬০৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি

ইশরাকের মেয়র পদের গেজেট নিয়ে রিটের আদেশ বুধবার

ঘুম থেকে জেগে যে আমলগুলো করবেন

ভারতের নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতার সুযোগ: আসিফ

গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান

এনবিআর যেভাবে ভাগ করা হয়েছে, সেরকমই থাকবে: অর্থ উপদেষ্টা

বিদেশে পেশাগত কোর্সের ফি পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

মধ্যরাতে হাক্কানীর প্রকাশকের বাসায় হুলস্থূল, ৩ নেতাকে ছাড়িয়ে নিলেন মাসুদ

মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের অভিযান