ফেমিনিস্ট গ্রিন অ্যাওয়ার্ড পেলেন তিন পরিবেশনায়িকা

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৬:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নারীবাদী দৃষ্টিভঙ্গিতে সবুজ জলবায়ু রূপান্তরে ব্যতিক্রমী অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৫’। একশনএইড বাংলাদেশ-এর উদ্যোগে এই পুরস্কার প্রদান করা হয় ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তা এবং কর্পোরেট প্রতিষ্ঠানকে।

রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ বছর দুটি বিভাগে পুরস্কার পেয়েছেন দুই এসএমই নারী উদ্যোক্তা এবং একটি কর্পোরেট প্রতিষ্ঠান। পুরস্কারপ্রাপ্তরা তাদের কার্যক্রমের মাধ্যমে নারীবাদী নীতির ভিত্তিতে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন, সবুজ প্রযুক্তির ব্যবহার এবং নারী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এই উদ্যোগের মাধ্যমে একশনএইড বাংলাদেশ নারীবাদী পরিবেশগত ন্যায়বিচারকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে চায় এবং ভবিষ্যতে আরও উদ্যোক্তাদের এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত করার প্রত্যাশা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও নারী অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি। তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেন।


আমার বার্তা/এমই