রাজধানীতে রোববার পূর্ণ ও সোমবার অর্ধ দিবস বন্ধ থাকবে যেসকল মার্কেট

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১১:০২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রবিবার সাধারণত ঢাকার মার্কেটগুলো বন্ধ থাকে না, তবে কিছু কিছু মার্কেট বা এলাকা বন্ধ থাকতে পারে। সাধারণত, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কিছু মার্কেট বন্ধ থাকে এবং কিছু খোলা থাকে। আপনি যে মার্কেট বা এলাকার কথা বলছেন, সেটি নির্দিষ্ট করে বললে, সেই অনুযায়ী বলা যাবে যে সেটি রবিবার বন্ধ থাকবে কি না।

এবার জেনে নেওয়া যাক কোন কোন মার্কেট অর্ধ দিবস ও পূর্ণ দিবস বন্ধ থাকবে:

রোববার পূর্ণ ও সোমবার অর্ধ দিবস বন্ধ থাকবে যেসব মার্কেট:
এলাকার নাম: আগারগাঁ, তালতলা, শেরে বাংলা নগর, শ্যাওড়া পাড়া, কাজী পাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুখেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএসএইচ, ওল্ড ডিওএসএইচ, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁ ইন্ড্রাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলসান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁ, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

মার্কেটের নাম: এসকল এলাকার মার্কেটগুলো রোববার পুরোদিন ও সোমবার অর্ধেক দিন বন্ধ থাকে। উল্লেখযোগ্য মার্কেটগুলোর মধ্যে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি, পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

 

আমার বার্তা/এল/এমই