২৫ মে ঘটে যাওয়া নানান ঘটনা
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৯:৪৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আজ রোববার, ২৫ মে ২০২৫ ● ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৬ জ্বিলকদ ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৩৬০: ফ্রান্সের একদল নাবিক এবং নৌ অভিযাত্রী গিনি উপসাগর আবিষ্কার করেন।
১৭৬৮: ক্যাপ্টেন কুক তার বৈজ্ঞানিক গবেষণার কাজে প্রথম অভিযান শুরু করেন।
১৯১১: মেক্সিকোতে বিদ্রোহের মুখে প্রেসিডেন্ট পোরদিরিও দিয়াজ উৎখাত।
১৯২৩: আমির আবদুল্লাহর নেতৃত্বে ট্রান্স জর্দানের স্বাধীনতা ঘোষণা।
১৯৩৬: নিগ্রো ক্রীড়াবিদ জেসি ওয়েন বার্লিন অলিম্পিকে ৫টি বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।
১৯৪৪: জার্মানি যুগোশ্লাভিয়ার কমিউনিস্ট নেতা জোসেপ ব্রজ টিটোকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়েছিল।
১৯৪৫: হিটলারের নাৎসি বাহিনীর গোয়েন্দা সংস্থা গেস্টোপোর প্রধান হেনরিখ হিমলার আত্মহত্যা করেন।
১৯৬৩: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ঐক্য সংস্থা বা ওএইউ গঠিত হয়।
১৯৬৯: সুদানে সেনা অভ্যুত্থানে সরকার উৎখাত।
১৯৭১: মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু।
১৯৭২: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা।
১৯৭৯: শিকাগোতে আমেরিকায় ডিসি-১০ বিধ্বস্ত হয়ে ২৭২ যাত্রীর সবাই নিহত।
১৯৮৯: গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম প্রশাসনিক ক্ষমতাধর প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯৪: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা তুলে নেয়।
১৯৯৭: সিয়েরালিওনে বিদ্রোহীদের সহিংস অভ্যুত্থানে সরকার উৎখাত।
২০০০: বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথম মহিলা বিচারপতি (নাজমুন আরা সুলতানা) নিয়োগ।
২০১৮: শান্তি নিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৭৫১: ন্যাথানিয়েল ব্র্যাসি হালেদ, বাংলায় মুদ্রিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা।
১৮০৩: যুক্তরাষ্ট্রে খ্যাতনামা কবি এবং লেখক রালফ ওয়ালডো এমারসন।
১৮৬৫: পিটার জেমান, নেদারল্যান্ডসের বিখ্যাত পদার্থবিজ্ঞানী।
১৮৮৬: রাসবিহারী বসু, ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক।
১৮৮৯: হেলিকপ্টারের উদ্ভাবক রুশ-মার্কিন বিজ্ঞানী ইগর সিকোরস্কি।
১৮৯৯: (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, সাহিত্যিক, সম্পাদক ও বাংলাদেশের জাতীয় কবি।
১৯০২: অধ্যাপক, গবেষক ও সাহিত্যিক অমূল্যধন মুখোপাধ্যায়।
১৯০৬: রামকিঙ্কর বেইজ, ভারতের পশ্চিমবঙ্গ, বাঁকুড়া জেলা, বিখ্যাত ভাস্কর।
১৯৬৩: মাইক মায়ার্স্, মার্কিন কৌতুকাভিনেতা।
১৯৬৯: আমেরিকান প্রযোজক ও অভিনেত্রী অ্যানি হেচে।
১৯৭৫: আমেরিকান মিউজিশিয়ান, গায়িকা ও অভিনেত্রী লরেন হিল।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৮৪৫: স্কট চিত্রশিল্পী টমাস ডানকান।
১৯২৪: আশুতোষ মুখোপাধ্যায়, শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সময়ের ভাইস চ্যান্সেলর।
১৯৮৩: মুহাম্মদ ইদ্রিস আল-সেনুস, লিবিয়ার বাদশাহ।
২০০১: আলবের্তো কোর্দা, কিউবান আলোকচিত্র শিল্পী।
২০২১: কল্পবিজ্ঞানের বাঙালি লেখিকা এণাক্ষী চট্টোপাধ্যায়।
আমার বার্তা/এমই