পুলসিরাত সিনেমার নতুন নাম হয়েছে সরদার বাড়ির খেলা

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১৮:৩৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রোশান ও বুবলীর সিনেমার নাম বদলে গেলো । তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে তাদের অভিনীত ‘পুলসিরাত’ সিনেমার নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’। সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন পরিচালক রাখাল সবুজ।

সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পেয়েছিল। পরে যখন প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয়, তখন নাম পরিবর্তন করতে বলা হয় বলে জানান পরিচালক রাখাল সবুজ।

তিনি বলেন, ‘পুলসিরাত’ নামেই আমরা অনুদান পেয়েছিলাম। কিন্তু এখন প্রিভিউ কমিটি থেকে বলা হয়েছে নামটি ইসলামিক শব্দের। তাই এটি পরিবর্তন করতে হবে। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল।’

দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে ছবিটিকে সেন্সর দিয়েছে। আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। তিনি মনে করছেন, এতদিন ছবিটি ‘পুলসিরাত’ নামে পরিচিত ছিল। হঠাৎ নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে।

নির্মাতা বলেন, ‘পুলসিরাত’ নামটা আকর্ষণীয় ছিল। নামের ওপর একটি গানও রয়েছে সিনেমায়। সেটা থাকবে এবং একটি ট্যাগ লাইন রেখেছি ‘বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার’।’

‘সরদার বাড়ির খেলা’ সিনেমায় আবারও শবনম বুবলীর সঙ্গে জুটি হয়ে ফিরছেন রোশান। তিনি বলেন, ‘লাঠি খেলা নিয়ে সিনেমার গল্প। সেই খেলাকে কেন্দ্র করে একটি ছেলের জীবনের গতি পরিবর্তন হয়ে যায়। সেখান থেকে গল্পের মোড় নেয়। শুনেছি সেন্সর হয়েছে, ঈদে মুক্তি পাবে। এটি বেশ আনন্দের খবর।’

ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। রোশান-বুবলী ছাড়াও এ সিনেমায় শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ অভিনয় করেছেন। এটি প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান।

 

আমার বার্তা/এল/এমই