আগস্টে বাংলাদেশে আসছে না ভারত, সিরিজ পিছিয়ে গেল ১৩ মাস
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৮:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চলতি বছরের আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে-এই হোয়াইট-বল সিরিজটি এক বছর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
চলতি বছরের আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথা ছিল বাংলাদেশ ও ভারতের। তবে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে দুই দলের ব্যস্ততা ও প্রতিশ্রুতির কারণে বোর্ড দুটি পারস্পরিক আলোচনার মাধ্যমে সিরিজটি ১৩ মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিশ্রুতি এবং দুই দলের সময়সূচির সুবিধা বিবেচনা করে বোর্ড দুটি এই সিদ্ধান্তে পৌঁছেছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতকে বাংলাদেশে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
সফরের নতুন সময়সূচি ও ম্যাচের নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে বিসিবি। সিরিজের কাঠামো আগের মতোই থাকছে-তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক শীতলতায় সেই সফর অনিশ্চয়তায় পড়েছে। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, এই সিরিজ এ কারণেই স্থগিত হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, দিল্লির শীর্ষস্থানীয় সরকারি সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত পায়নি। মূলত ‘রাজনৈতিক কারণেই’ এই সফরে সায় দেয়নি ভারত সরকার।
আমার বার্তা/এমই