বালুতে আর পাহাড়ে রানিং করছে নারী ক্রিকেটাররা

প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৩:৫৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পাকিস্তানের মাটিতে সেই বাছাই পর্বে শেষ মুহূর্তে কোয়ালিফায়ার নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম শেষেই আবারো নেমে পড়েছেন অনুশীলনে। তবে এবার ব্যাট বলের অনুশীলন নয়, ফিটনেসেই নজর রেখেছেন নারী ক্রিকেটাররা।

গেল ৮মে কক্সবাজারে যায় নারী দলের ক্রিকেটাররা। এরপর ৯মে থেকে শুরু হয় তাদের অনুশীলন, দলের সঙ্গে রয়েছেন ১৫ জন ক্রিকেটার। যেহেতু এখানে ব্যাট বলের কোনো অংশ থাকছে না যে কারণে এই বহরে নেই দলের কোনো কোচ। মূলত ট্রেনার ফিজিও রয়েছেন দলের সঙ্গে। যা শেষ হবে চলতি মাসের ১৮ তারিখে।

দলের সঙ্গে থাকা ম্যানেজার গোলাম ফাইয়াজ আজ মঙ্গলবার  পুরো বিষয়টি নিয়ে বলছিলেন, 'এটা ফিটনেস বেইজ একটা কন্ডিশনিং ক্যাম্প। এখানে শুধু ফিটনেসের কাজই হচ্ছে। এখানে স্ট্রেংন্থ বিল্ড আপের জন্যই রানিং করা হচ্ছে। বালুতে বা পাহাড়ে ক্রিকেটাররা রানিং করছে।'

'গতকাল সমুদ্রে রানিং করেছে, মূলত বলতে আপনার এখানে বালু আছে সে কারণে এখানে এটা শক্তিশালী করে ক্রিকেটারদের। এটা আসলে চলবে ১৮ তারিখ পর্যন্ত। এরপর ১৯ তারিখ আমরা ফিরে যাব। এরপর পরবর্তী টুর্নামেন্টের জন্য আসলে  কথাবার্তা চলছে এখন দেখা যাক। ফিটনেস এর কাজ যে কারণে কোচরা নেই এখানে।'

 

আমার বার্তা/এল/এমই