ফ্যাসিস্টদের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই: ফারুক

প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৯:০৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গেল আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতে নতুন করে যুক্ত হন সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদ। শুরুতে পরিচালক, পরে একই বৈঠকে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের সাপেক্ষে নতুন সভাপতি নিযুক্ত হন তিনি। তবে সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে ভিন্ন এক বিষয়ে। দেশের বাইরে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন, যিনি আবার ফ্যাসিজমের সঙ্গে জড়িত এমন কথাও উঠেছে তাকে জড়িয়ে।

তবে ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে থাকা ফারুক এসব খবরকে কেবল বানোয়াট বলে দাবি করলেন। শনিবার (৩ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, ‘এটা বানানো কিন্তু। আমার ফ্যাসিস্টদের সাথে কোনো সম্পর্ক নেই। ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকত আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না।’

তিনি বলেন, ‘আমি কিন্তু নতুন সরকারের প্রেসিডেন্ট। যদি নতুন সরকার দেখত আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে, তাহলে আমি আজকে এখানে আসতাম না।’

পরে ফারুক আহমেদ আরো বলেন, ভালো কাজগুলো নিচে পড়ে যায়। আমরা ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে। মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে পড়ে যায়। আপনারা যদি সত্যিটা তুলে ধরেন, পক্ষপাতিত্ব না করেন, অপ্রয়োজনীয় সমালোচনামুক্ত যেন হতে পারি।

গঠনমূলক সমালোচনাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে বিসিবি সভাপতি জানান, আমি এমন একজন মানুষ, আমি সবসময় বলি- যদি গঠনমূলক সমালোচনা করেন, সেটা গ্রহণযোগ্য। কিছু বিষয় প্রয়োজন ছাড়া করা হয়। না করলে ভালো। তাতে মূল ফোকাস সরে যায়। দায়িত্ব বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানকার ত্রুটি তুলে ধরার চেষ্টা করব, তারপর বাকি কাজ।


আমার বার্তা/এমই