সাকিব দলে থাকা ভাগ্যের ব্যাপার: পোথাস

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

গত বছরের এপ্রিলে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর সাদা পোশাকের ক্রিকেটে দেখা যায়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন সাকিব। সাবেক এই টাইগার অধিনায়কের দলে ফেরায় খুশি সহকারী কোচ নিক পোথাস।

চট্টগ্রাম টেস্টে চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় প্রধান কোচের দায়িত্ব সামলাবেন পোথাস। টেস্ট শুরুর আগের দিন শুক্রবার (২৯ মার্চ) সংবাদ সম্মেলনে আসেন তিনি। সাকিবের দলে ফেরা প্রসঙ্গে পোথাস বলেন, 'আমি মনে করি যে কোনো দলে সাকিব থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিং রুমে তাকে পাওয়া সবসময়ই দারুণ। তার শক্তি দুর্দান্ত। ছেলেদের শেখার জন্য তার অনেক অভিজ্ঞতা আছে এবং যখনই সাকিব ফিরে আসে, সে দলে অনেক কিছুই দেয়। তাকে দলের চারপাশে পাওয়াটা সত্যিই উপভোগ করি।'

সাকিবের ফিটনেস প্রসঙ্গে তিনি আরও বলেন, 'মনে হচ্ছে তার ওজন কমেছে। তিনি অনুশীলন করছেন। বিপিএল ভালো হয়েছে তার। ঢাকা প্রিমিয়ার লিগেও তার শুরুটা ভালো হয়েছে। সে খুশি এবং এটাই আমরা চাই। আমরা তাকে খুশি করতে চাই। তাকে দুর্দান্ত দেখাচ্ছে।'


আমার বার্তা/জেএইচ