‘ব্রাজিলের ২০ বছর বিশ্বকাপ না জেতার দায় আমার না’

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ১৪:৩৭ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে । এরপর বিশ্বকাপ জিততে পারেনি তারা। সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের কোচ তিতে জানান, ব্রাজিলের ২০ বছর বিশ্বকাপ না জেতার দায় তার না। 

গ্রুপ ‘জি’ তে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে ব্রাজিল। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিতে বলেন, ‘ব্রাজিল ২০ বছর বিশ্বকাপ জেতে না, এই দায় আমার না। আমি চার বছর ধরে দায়িত্বে আছি।

জানি ব্রাজিলের একটা সুন্দর ইতিহাস আছে আর মানুষজন ফুটবলে মুগ্ধ। স্বপ্ন দেখা আমাদের জীবনের অংশ আর আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি। যদি সেটা না হয়, তাহলে সেরা জায়গায় যাওয়ার স্বপ্ন দেখবো।’

রাশিয়া বিশ্বকাপের আগে দলকে গুছানোর জন্য ২ বছর সময় পেয়েছিল তিতে। কিন্তু কাতার বিশ্বকাপের জন্য দলকে গুছিয়ে নেয়ার পর্যাপ্ত সময় পেয়েছেন তিতে। আর তাই এবারের বিশ্বকাপ দল নিয়েও তিনি খুশি। 

তিতে বলেন, ‘রাশিয়া বিশ্বকাপের আগে দুই বছর হাতে সময় ছিল দল সাজানোর জন্য। এখন ব্যাপারটা আলাদা কারণ আমি যেভাবে চেয়েছি, সেভাবে দল সাজানোর সুযোগ পেয়েছি। এজন্য সেই বিশ্বকাপের চেয়ে আমার আজকের অনুভূতি একদমই আলাদা। এত কাজ করার জন্য আমি নার্ভাস না।’

২০০২ সালে যৌথভাবে এশিয়াতে আয়োজিত হয়েছিল ফুটবল বিশ্বকাপ। আর সেবারই শেষ বারের মত শিরোপা জিতেছিল ব্রাজিল। ২০ বছর পর আবারও এশিয়াতে হচ্ছে বিশ্বকাপ। এবার বিশ্বকাপের শিরোপা জিততে পারবে কিনা সেটি সময়ই বলে দিবে।

এ প্রসঙ্গে ব্রাজিলের কোচ তিতে বলেন, ‘২০০২ সালে এশিয়াতে বিশ্বকাপ জেতা আমাদের জন্য দারুণ অনুপ্রেরণার। সব বিশ্বকাপ জয়ের ছবিই আমাদের কাছে আছে আর এগুলো প্রেরণা যোগায় ইতিহাস গড়তে। ’

এবি/ওজি