শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণে প্রতিমন্ত্রীর প্রচেষ্টা

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ২০:২১ | অনলাইন সংস্করণ

  কমল চৌধুরী:

চট্রগ্রাম-১৪ আসনে টানা তিনবার আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীকে গত ১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। দায়িত্ব নেয়ার পর থেকে তিনি মন্ত্রণালয়ের কল্যাণে অবিরাম কাজ করছেন।

সম্প্রতি গণমাধ্যমে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন- আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাঁর আস্থার প্রতিদান দিতে চাই।

চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার ছয় ইউনিয়নের জনগণ এবং নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞতা জানাই। তাঁরা টানা তিনবার আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন এবং মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন। চট্টগ্রাম-১৪ আসনের জনগণ তথা বাংলাদেশের জনগণের প্রতি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করে যেতে চাই। আমি সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দূর্নীতি মুক্ত থেকে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতেও আমি সততা ও নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যেতে চাই।”

টানা তিনবারের সংসদ সদস্য, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর  জন্ম ১৯৫২ সালে, পেশায় ব্যবসায়ী। দীর্ঘদিন আওয়ামী লীগের তৃণমূল রাজনীতিতে সক্রিয় থাকা নজরুল ইসলাম চৌধুরী বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে, আমরা সবাই মিলে তার হাতকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।'