আল্লাহকে স্মরণ করলে তিনিও বান্দাকে স্মরণ করেন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জিকির মানে স্মরণ। সাধারণত জিকির বলতে আল্লাহকে স্মরণ করা বুঝানো হয়। পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহকে স্মরণ বা আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। বান্দা আল্লাহকে স্মরণ করলে তিনিও বান্দাকে স্মরণ করেন এবং তার প্রয়োজনে ও তার ডাকে সাড়া দেন। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন—
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ
তোমরা আমার জিকির (স্মরণ) কর, আমি তোমাদের জিকির (স্মরণ) করব। (সুরা বাকারা, আয়াত : ১৫২)।
এ আয়াতের ব্যাখ্যায় সাহাবী-তাবেয়ীগণ বলেছেন, এখানে জিকির বলতে সকল প্রকার ইবাদত ও আল্লাহর আনুগত্যমূলক কাজকে বুঝানো হয়েছে। আল্লাহর আনুগত্য করাই বান্দার পক্ষ থেকে আল্লাহর জিকির করা। আর বান্দাকে প্রতিদানে পুরস্কার, করুণা, শান্তি ও বরকত প্রদানই আল্লাহর পক্ষ থেকে বান্দাকে জিকির করা।
তাবেয়ী আব্দুল্লাহ ইবনু রাবীয়াহ সাহাবী ইবনু আব্বাসকে (রা.) বলেন, আল্লাহর জিকির তার তাসবীহ, তাহলীল, প্রশংসা জ্ঞাপন, কোরআন তিলাওয়াত, তিনি যা নিষেধ করেছেন তার কথা স্মরণ করে তা থেকে বিরত থাকা - এ সবই আল্লাহর জিকির।
ইবনু আব্বাস (রা.) বলেন, নামাজ, রোজা ইত্যাদি সবই আল্লাহর জিকির।
প্রখ্যাত নারী সাহাবী উম্মে দারদা (রা.) বলেন, তুমি যদি নামাজ আদায় কর সেটা আল্লাহর জিকির, তুমি যদি রোজা পালন কর তবে সেটাও আল্লাহর জিকির। তুমি যা কিছু ভালো কাজ কর সবই আল্লাহর জিকির। যত প্রকার মন্দ কাজ তুমি পরিত্যাগ করবে সবই আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। তবে সবচেয়ে উত্তম জিকির আল্লাহর তাসবীহ (‘সুবহানাল্লাহ’ বলা)। (তাবারী, তাফসীরে তাবারী ২০/১৫৭)
ফজিলতপূর্ণ চারটি জিকির
এক. سُبْحَانَ اللَّهِ : সুবহানাল্লাহ : আর আল্লাহ তায়ালা অতি পবিত্র।
দুই. اَلْحَمْدَ لِلَّهِ : আলহামদুলিল্লাহ : সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য।
তিন. لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ : লা ইলাহা ইল্লাল্লাহু : আর আল্লাহ তাআলা ব্যতিত সত্য কোনো মাবুদ নেই।
চার. وَاللَّهُ أَكْبَرُ : ওয়াল্লাহু আকবার : এবং তিনি অতি মহান।
আমার বার্তা/এল/এমই