হজ করতে সাইকেলে চড়ে ৯ দেশ পাড়ি

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৫:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

হজের স্বপ্ন পূরণে সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছেছেন বেলজিয়ামের এক যুবক। যুবকের বয়স ২৬ বছর। তার নাম আনাস আল রাজকি। দীর্ঘ সাইকেল যাত্রায় নয়টি দেশ পাড়ি দিয়েছেন তিনি।

আনাস আল রাজকি গত মার্চে, পবিত্র রমজান মাসের শুরুতে সাইকেলযাত্রা শুরু করেন। এই সময়ে তিনি জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, বসনিয়া ও হার্জেগোভিনাসহ মোট নয়টি দেশ অতিক্রম করেন। দীর্ঘ পথে তাকে প্রতিকূল আবহাওয়া ও পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

সৌদি আরবে প্রবেশের মুহূর্ত সম্পর্কে আনাস আল রাজকি বলেন, এই অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়।

সৌদি টেলিভিশন চ্যানেল আল আখবারিয়াকে তিনি বলেন,  পুরো ব্যাপারটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি মক্কায় পৌঁছে গেছি। সৌদি আরবে পৌঁছাতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

আল রাজকি বলেন, পথে অনেকের সঙ্গেদেখা হয়েছে, তাদের আন্তরিক দোয়া ও উষ্ণ অভ্যর্থনা তাকে সাহস ও শক্তি জুগিয়েছে।

তিনি সৌদি নিউজ পোর্টাল সাবককে বলেন, যাত্রা পথে দেখা হওয়া মানুষগুলোই আমাকে এই সফরে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছেন।

তিনি আরও বলেন, আমার অনেক দিনের লালিত স্বপ্ন ধীরে ধীরে পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমি শুধু কাবা শরিফ স্পর্শ করে দেখতে চাই।


আমার বার্তা/এল/এমই