ইবাদতের বসন্তকাল শীত 

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ

  হুসাইন আহমদ

আমাদের মাঝ থেকে একটি মৌসুম শেষ হয়ে শুরু হচ্ছে নতুন আরেকটি মৌসুম। নতুন আরেকটি বসন্ত। ইবাদতের বসন্ত। চলে যাওয়া মৌসুমটি একাই যায়নি, সাথে করে নিয়ে গেছে অনেক কিছুই। যা আর কখনো এই পৃথিবীর আলো-বাতাসে ফিরে আসবে না। বিগত মৌসুমের প্রথম সূর্যোদয় যাদের উপর হয়েছিল, চলতি মৌসুমের সূর্যোদয় যাদের উপর হবে, মৌসুম শেষ হতে হতে তাদের অনেকের সময় হয়তো ফুরিয়ে যাবে। আর আগামী মৌসুমের সূর্যোদয় হয়তো তাদের পাওয়ার সুযোগ হবে না। কী অমোঘ সত্য! ভুলে থাকা যায়, কিন্তু অতিক্রম করা যায় না। তবে দিন-রাতের গমনাগমন, সকাল-দুপুর-বিকেলের প্রাকৃতিক পরিবর্তন, সপ্তাহ-মাসের এই চক্রাকার আবর্তন, গ্রীষ্ম-শীতের এই পালাবদল বা চলে যাওয়া এসব কিছুই বারবার মানুষকে বলে যাচ্ছে তার বেলা ফুরোবার কথা। সময় শেষ হবার কথা। আমাদের দেহ-মনের পরিবর্তন আমাদেরকে বার্তা দিয়ে দিচ্ছে। আমাদের প্রিয়জনদের চলে যাওয়া আমাদেরকে বার্তা দিয়ে যাচ্ছে। আমাদেরও বেলা ফুরোবার কথা। 
এজন্য মনে রাখা উচিত, মানুষের সময়টাই মূলত তার জীবন। তার উপরই নির্ভরশীল আখেরাতের চিরস্থায়ী জীবন। যে সময়টা আল্লাহর স্মরণ ও তার রাহে ব্যয় হয়, সেটাই মানুষের জীবন। তাছাড়া অন্য সময়গুলোকে জীবনের মধ্যে গণ্য করা অর্থহীন। যে যত দীর্ঘ জীবনের অধিকারী হোক না কেন! তার এই জীবন পশুর জীবন। যদি তার সময় উদাসীনতা, মনোবৃত্তিপূরণ ও মিথ্যা কামনায় কেটে যায়। এবং তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো ঘুম ও  অর্থহীন কাজে বলি হয়ে যায়। তাই বছরের অন্য মৌসুমগুলোর সময় কম হওয়াতে আমলের তেমন উন্নতি করার সুযোগ হয় না। তাই শীতের এই মৌসুমে আমলের পরিমাণ বাড়িয়ে দেওয়া ও উন্নতি করা বুদ্ধিমানের কাজ। ইবাদতের এই বসন্তকালে বিগত সময়ের ঘটে যাওয়া ভুল-ভ্রান্তির জন্য মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করা। আর এখন ও বিগত সময়ের সেই গুনাহগুলো যেন পুনরায় না হয়, সেই ক্ষেত্রে প্রতিজ্ঞা বা অঙ্গিকারবদ্ধ হওয়া। কেননা, এই শীতকালকে রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘মুমিনের জন্য ঋতুরাজ বসন্ত বলে আখ্যায়িত করেছেন। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ‘শীতকাল হলো মুমিনের বসন্তকাল।’ (মুসনাদে আহমাদ)।
অতএব, আমরা ইবাদতের বসন্তকাল শীতের এই মৌসুমে মহান সৃষ্টিকর্তার ডাকে বেশি বেশি সাড়া দেই। সব মোহ-মায়া, অনুরাগ-বিরাগ, দর্পণ-অহংকার, সব ধরনের অলসতা পুরনো কাপড়ের মত ছুড়ে ফেলি। সবাই মহান আল্লাহর প্রতি সমর্পিত হই। আমলের পরিমাণ বাড়িয়ে দেই। তার বাণীকে সত্য বলে মেনে নেই। তাকওয়ার নতুন লেবাসে নিজেদের সুসজ্জিত করি। আর আমাদের জীবনটাকে ইবাদতের রঙে রঙিন করি। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন। আমীন সুম্মা আমিন  ।
লেখক : শিক্ষার্থী, উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ দ্বিতীয় বর্ষ, দারুস-সুন্নাহ মাদরাসা, টাঙ্গাইল