ই-পেপার শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ইসলামের দৃষ্টিতে ব্যর্থতায় মানুষের আটকে থাকার কারণ

আমার বার্তা অনলাইন:
২০ এপ্রিল ২০২৫, ১৬:১৫
আপডেট  : ২০ এপ্রিল ২০২৫, ১৬:২১

মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য হলো, মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তাঁর ইবাদতের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করা। যেহেতু আল্লাহ বলেছেন, ‘আমি মানুষ ও জিন জাতিকে আমার উপাসনা করার জন্যই সৃষ্টি করেছি।’

(সুরা : জারিয়াত, আয়াত : ৫৬)

আল্লাহ যেহেতু আমাদের তাঁর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, আমাদের উচিত ইবাদতের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনকেই জীবনের লক্ষ্য বানিয়ে নেওয়া। তাঁর প্রতিটি আদেশ-নিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা। তাঁর অফুরন্ত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা এবং তাঁর ওপর অগাধ বিশ্বাস স্থাপন করা।

মুমিন যখন তার এই লক্ষ্য ভুলে গিয়ে নাফরমানি শুরু করে, আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করেও তার ওপর আস্থা রাখতে পারে না, তখনই তার ওপর নেমে আসে ব্যর্থতার আজাব। কিছু লোক সব পেয়েও ব্যর্থ হয়। মুক্ত বাতাসে থেকে ব্যর্থতার জিঞ্জিরে বন্দি হয়। যেমনটি হয়েছিল বনি ইসরাঈলের সঙ্গে।

ঘটনাটি মুসা (আ.)-এর যুগের। ফেরাউন ও তার সৈন্যবাহিনী যখন সমুদ্রে নিমজ্জিত হয় এবং মুসা (আ.) ও তাঁর সম্প্রদায় বনি ইসরাঈল ফেরাউনের দাসত্ব থেকে মুক্তিলাভ করে, তখন মহান আল্লাহ তাদের কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন এবং তাদের পৈতৃক দেশ শামকেও তাদের অধিকারে প্রত্যার্পণ করতে চাইলেন। সে মতে মুসা (আ.)-এর মাধ্যমে তাদের যুদ্ধের উদ্দেশ্যে পবিত্র ভূমি শাম (বর্তমান সিরিয়া, ফিলিস্তিন তথা বাইতুল মুকাদ্দাস) এলাকায় প্রবেশ করতে নির্দেশ দেওয়া হলো।

সঙ্গে সঙ্গে তাদেরকে আগাম সুসংবাদও দেওয়া হলো যে এ যুদ্ধে তারাই বিজয়ী হবে। কারণ আল্লাহ তাআলা এই পবিত্র ভূমির আধিপত্য তাদের ভাগ্যে লিখে দিয়েছেন, যা অবশ্যই বাস্তবায়িত হবে।

কিন্তু বনি ইসরাঈল প্রকৃতিগত বক্রতার কারণে আল্লাহর সরাসরি সাহায্যে ফেরাউনের সাগরডুবি, তাদের মিসর অধিকার ইত্যাদি স্বচক্ষে দেখেও এ ক্ষেত্রে অঙ্গীকার পালনের পরাকাষ্ঠা প্রদর্শন করতে সক্ষম হলো না। তারা যুদ্ধ সম্পর্কিত আল্লাহ তাআলার নির্দেশের বিরুদ্ধে অন্যায় জেদ ধরে বসে রইল। তারা মহান আল্লাহকে ভয় না করে সামান্য কিছু মানুষকে ভয় করল।

তারা বলল, ‘হে মুসা, তারা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা সেখানে কখনো প্রবেশ করব না; কাজেই তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। নিশ্চয়ই আমরা এখানেই বসে থাকব।’

(সুরা : মায়িদা, আয়াত : ২২-২৪)

পরিণতিতে মহান আল্লাহ তাদের শাস্তি দিতে বাধ্য হলেন, তারা ৪০ বছর পর্যন্ত একটি সীমাবদ্ধ এলাকায় অবরুদ্ধ ও বন্দি হয়ে রইল। বাহ্যত তাদের চারপাশে কোনো বাধার প্রাচীর ছিল না এবং তাদের হাত-পা শিকলে বাঁধা ছিল না; বরং তারা ছিল উন্মুক্ত প্রান্তরে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাদের সেই শাস্তির বর্ণনাও স্পষ্টভাবে দিয়েছেন। ইরশাদ হয়েছে, তিনি (মুসা) বলেন, হে আমার রব! আমি ও আমার ভাই ছাড়া আর কারো ওপর আমার অধিকার নেই, সুতরাং আপনি আমাদের ও ফাসিক সম্প্রদায়ের মধ্যে বিচ্ছেদ করে দিন। তিনি (আল্লাহ) বলেন, ‘যুদ্ধ থেকে বিরত থাকার জন্য তাদের এই শাস্তি দেওয়া হয়েছিল যে তারা ৪০ বছর ধরে দিন-রাত সকাল সন্ধ্যা তীহ ময়দানে উদ্দেশ্যহীনভাবে ভবঘুরে জীবন যাপন করবে।’

(সুরা : মায়িদা, আয়াত : ২৫-২৬)

এভাবেই যারা মহান আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করেও তাঁর ওপর আস্থা রাখে না, তাদের জীবন ব্যর্থতার বৃত্তে আটকে যায়। তারা পরকাল তো পায়ই না, দুনিয়াও তাদের জন্য বিশাদের হয়।

হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেন, ‘হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো, আমি তোমার অন্তর ঐশ্বর্যে পূর্ণ করে দেব এবং তোমার অভাব দূর করে দেব। তুমি তা না করলে আমি তোমার দুই হাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দেব এবং তোমার অভাব-অনটন রহিত করব না।’

(তিরমিজি, হাদিস : ২৪৬৬)

অতএব, আমাদের উচিত আমাদের মূল লক্ষ্য ভুলে না যাওয়া। সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া।

আমার বার্তা/এর/এমই

তিন দিনে হজে গেছেন ১৩১৯১ জন, একজনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গত তিন দিনে ১৩ হাজার ১৯১ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) মক্কা ও

সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

এ বছর ঈদুল আজহার সময় লম্বা ছুটি পাবেন বলে ধারণা করা হচ্ছে। জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী,

ফরজ গোসলে নারীদের লম্বা চুল কতটুকু ধুতে হবে?

গোসল অর্থ হচ্ছে পুরো শরীর পানি দিয়ে ধোওয়া। সাধারণত প্রতিদিনই বা নিয়মিত আমরা গোসল করে

জান্নাতুল বাকিতে যে বিখ্যাত সাহাবিদের কবর রয়েছে

মদিনার প্রথম এবং প্রাচীনতম কবরস্থান জান্নাতুল বাকি। এই কবরস্থানটি মসজিদে নববীর দক্ষিণ-পূর্বে অবস্থিত। এখানে মহানবী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজিতপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সেমিনার ও আপনজন সম্মাননা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে জামায়াতের পানি ও স্যালাইন বিতরণ

গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ভারত-পাকিস্তান

আ.লীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের সামষ্টিক ব্যর্থতা

আহতরা এখনো কাতরাচ্ছে অথচ আ লীগ নির্বাচনে যাওয়ার স্বপ্ন: জারা

নৌকা মার্কাকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে: নাহিদ ইসলাম

মিয়ানমারকে করিডোর দেয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে

দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ, দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী

হাত পায়ের নখ কাটার সুন্নত পদ্ধতি

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশির প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

আমরা কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, দিচ্ছিও না: প্রেস সচিব

স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার পুনর্বাসিত হতে পারে

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই বন্ধুর

স্কুলের মাঠ দখল করে পশুর হাট চায় না শিক্ষার্থীরা

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে এইড ফর মেন এর সংবাদ সম্মেলন

গাইবান্ধায় কৃষকদল-যুবলীগ নেতার বিরুদ্ধে মুসল্লিদের সড়ক অবরোধ