ই-পেপার শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেমিট্যান্স প্রবাহে এখনো শীর্ষ দশে মধ্যপ্রাচ্য

হাছান আদনান
১৩ অক্টোবর ২০২২, ২১:০১
ফাইল ফটো

সৌদি আরবের জেদ্দার গোরাব মার্কেটে ইলেকট্রিক পণ্যের একটি দোকান চালান বাংলাদেশী তরুণ সাইফুল ইসলাম। ওই মার্কেটে প্রায় ৪০০ দোকান রয়েছে ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্যের। এ ধরনের পণ্যের জন্য গোরাব হলো সৌদি আরবের সর্ববৃহৎ মার্কেট। জানতে চাইলে সাইফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, গোরাব মার্কেটে অর্ধশতাধিক দোকানের মালিকানা বাংলাদেশীদের। এসব দোকানে কর্মরত শ্রমিকদের বেশির ভাগই বাংলাদেশী। দোকান মালিকরাও এক সময় শ্রমিক হিসেবে সৌদি আরবে এসেছিলেন। সীমিত পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে অনেকে এখন বড় ব্যবসায়ী হয়ে উঠেছেন।

শ্রমিক হিসেবে বাংলাদেশীদের বিদেশ যাত্রার দ্বিতীয় বৃহৎ গন্তব্য হলো সংযুক্ত আরব আমিরাত। বিএমইটির তথ্য বলছে, ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত ২৪ লাখ ৮৫ হাজার বাংলাদেশী আমিরাত প্রবাসী হয়েছেন। সরকারি সংস্থাটির ছাড়পত্র নিয়ে বিদেশগামী বাংলাদেশীদের ১৭ দশমিক ১৩ শতাংশ গিয়েছেন মধ্যপ্রাচ্যের ধনী দেশটিতে। এর মধ্যে অনেকে দেশে ফিরে এসেছেন। তবে এখনো আমিরাতে বসবাসকারী বাংলাদেশীদের সংখ্যা ১০ লাখের বেশি।

আশির দশক থেকে ফুলেফেঁপে উঠতে থাকে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি। বিশ্বের অতিধনীদের চিত্তবিনোদনের স্থান হিসেবে সমাদৃত হতে থাকে মধ্যপ্রাচ্যের দেশটি। বর্তমানে বিশ্ববাণিজ্যের অন্যতম কেন্দ্রেও রূপান্তর হয়েছে আমিরাতের দুবাই শহর। বিশ্বের বৃহৎ করপোরেটগুলো দুবাইয়ে নিজেদের বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করছে। বাংলাদেশী বড় ব্যবসায়ীদেরও বিনিয়োগ ও অর্থ পাচারের অন্যতম পছন্দের স্থান হিসেবে আরব আমিরাতের নাম উঠে এসেছে। আরব আমিরাত সরকারের দেয়া ‘গোল্ডেন ভিসা’র সুবিধা নিচ্ছে বাংলাদেশী ধনীরা। অন্যদিকে বাংলাদেশী শ্রমিকদেরও পছন্দের গন্তব্য এখন দুবাই।

২০১২ সাল-পরবর্তী সময়ে বাংলাদেশী শ্রমিকদের জন্য ভিসা সুবিধা সীমিত করে আরব আমিরাত সরকার। ফলে দেশটিতে শ্রমিক হিসেবে বাংলাদেশীদের গমন সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যায়। এ কারণে আমিরাত থেকে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহও কমতে থাকে। ২০২১ সালে করোনাভাইরাস-পরবর্তী সময়ে বাংলাদেশীদের ভিসা সুবিধা উন্মুক্ত করে দেয়া হয়। এরপর থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী শ্রমিকদের অভিবাসন বেড়েছে। গত বছর ২৯ হাজার বাংলাদেশী কাজের উদ্দেশে আরব আমিরাত গিয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত গিয়েছেন ৮৩ হাজারের বেশি বাংলাদেশী।

দুবাই প্রবাসী বাংলাদেশী রফিকুল ইসলাম জানান, আরব আমিরাতে বাংলাদেশী শ্রমিকদের প্রধান কর্মক্ষেত্র হলো নির্মাণ খাত। দেশটির আকাশ সমান উচ্চতার ভবনগুলো নির্মাণে বাংলাদেশী শ্রমিকরাই মুখ্য ভূমিকা পালন করেছেন। এখনো নির্মাণ খাতেই সবচেয়ে বেশি বাংলাদেশী শ্রমিক কাজ করছেন। পরিচ্ছন্নতা কর্মী, হোটেল, রেস্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বিপণন কর্মী হিসেবেও বাংলাদেশীদের চাহিদা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আরব আমিরাতের বিভিন্ন শহরে বাংলাদেশীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন।

মধ্যপ্রাচ্যের তেল ও খনিজ সম্পদ সমৃদ্ধ তিন দেশ কুয়েত, কাতার ও ওমানের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছেন বাংলাদেশী শ্রমিকরা। এর মধ্যে ওমানে গিয়েছেন ১৭ লাখ ১২ হাজারের বেশি কর্মী। আর কাতার অভিবাসী বাংলাদেশীদের সংখ্যাও ৮ লাখ ৩৯ হাজারের বেশি। ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত কুয়েত প্রবাসী হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার বাংলাদেশী। কর্মসংস্থানের পাশাপাাশি মধ্যপ্রাচ্যের তিনটি দেশই বাংলাদেশের রেমিট্যান্স আহরণের অন্যতম উৎস। এর মধ্যে কুয়েত হলো বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহের শীর্ষ পঞ্চম দেশ। গত অর্থবছরে কুয়েত প্রবাসী বাংলাদেশীরা ১৬৯ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আর কাতার প্রবাসীরা পাঠিয়েছেন ১৩৫ কোটি ডলার।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী অভিবাসী হয়েছেন জর্দান, লেবানন, ব্রুনাই ও ইরাকে। এর মধ্যে লেবানন ও ইরাকের অর্থনৈতিক পরিস্থিতি খুবই শোচনীয়। গত অর্থবছরে জর্দান প্রবাসীরা ১৪ কোটি ও ব্রুনাই প্রবাসীরা ৫ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। অর্থনৈতিক দেউলিয়াত্ব সত্ত্বেও লেবানন থেকে এসেছে ৫ কোটি ডলার। আর ইরাক প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ কোটি ডলার।

দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে মৌলিক ভূমিকা রাখলেও মধ্যপ্রাচ্য প্রবাসীরা সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে সামাজিক মর্যাদার দিক থেকেও বঞ্চনার শিকার হতে হচ্ছে। বিভিন্ন দেশে বসবাসকারী অন্তত ১০ জন বাংলাদেশী বণিক বার্তাকে বলেছেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। ভিসা কেনা থেকে শুরু করে প্রতিটি ধাপেই নির্ধারিত অংকের চেয়ে অনেক বেশি অর্থ তাদের ব্যয় করতে হয়েছে। অনেকে নিজের বসতভিটে পর্যন্ত বিক্রি কিংবা বন্ধক রেখে বিদেশ গিয়েছেন। বিদেশে গিয়ে দূতাবাস থেকে যথাযথ সেবা তারা পাচ্ছেন না। পাসপোর্ট নবায়নের মতো সাধারণ সেবা নিতে গিয়েও বাংলাদেশী দূতাবাস কর্মীদের কাছে লাঞ্ছনার শিকার হচ্ছেন।

বিদেশে মা–বাবার সঙ্গে কাটানো কিছু স্মৃতি

মা–বাবাকে নিয়ে বিশ্বের নানা দেশ ঘুরেছি। মজা করেছি। সুইডেনে বসবাস সত্ত্বেও আমেরিকান কোম্পানিতে চাকরি করেছি।

বাংলাদেশ-কুয়েত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সংবর্ধনা

কুয়েতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ-কুয়েত সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ

নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব শুরু

যুক্তরাষ্ট্রে উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৯৩ তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র

কানাডায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে কানাডার টরন্টোতে মাউন্টব্যাটেন স্যালন চেলসিয়া হোটেলে বিদেশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি

৮৮ আসনে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১ শতাংশ

সম্পর্কের অবনতির বিষয়ে ব্লিঙ্কেনকে সতর্ক করেছে চীন

৫৮ বছর বয়সে মাঠে নামছেন বিশ্বকাপজয়ী রোমারিও

তাপমাত্রা মোকাবিলায় যা করছে হিট অফিসার

মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ক সম্মেলনে যোগ দিলেন তথ্য প্রতিমন্ত্রী

তীব্র দাবদাহ অব্যাহত, রেকর্ড ভাঙল ৭৬ বছরের

এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন নয়: গণপূর্তমন্ত্রী

২৬ জেলার ওপর দিয়ে তাপদাহ অব্যাহত থাকতে পারে

তৃণমূলের দুর্নীতি ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে: মোদি

বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

টানা দুই হারে সিরিজ খোয়ানোর শঙ্কায় পাকিস্তান

ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র সমর্পণ করবে হামাস

পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁই ছুঁই

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিচারবিভাগ নিয়ে কথা বলা বারণ ইমরান খানের

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, কান্না যেন থামছেই না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

কাঠফাটা রোদে ত্বক পুড়ে যাচ্ছে? ঠান্ডা দুধ লাগিয়ে পাবেন সমাধান

দিল্লির দাসত্ব গ্রহণের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি: ফারুক

ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয়: ফখরুল