গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১০ বাংলাদেশি পাচ্ছেন বিনামূল্যে পাসপোর্ট
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৬:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সম্প্রতি গ্রিসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা নেয়া মানোলদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস। ক্ষতিগ্রস্ত ২১০ জন বাংলাদেশি পাবেন বিনামূল্যে নতুন পাসপোর্ট।
গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৩ মে নিয়া মানোলদার একটি কৃষি ক্ষেত্রের শ্রমিক আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আনুমানিক এক হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন ধরনের ক্ষতির শিকার হন।
এর মধ্যে ২১০ জনের পাসপোর্টসহ অন্যান্য সব গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। বাকিদের গ্রিসে বসবাসের রেসিডেন্স কার্ড, স্থানীয় ব্যাংকের এটিএম কার্ড, আফিমি (ট্যাক্স কার্ড), আমকা (চিকিৎসাজনিত কার্ড)-সহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সকল দলিল পুড়ে যায়। ঘটনার পর এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় সরেজমিনে পরিদর্শন করা হয়।
গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা ও দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগমসহ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আমার বার্তা/এল/এমই