সৌদিতে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশির
প্রকাশ : ২২ মে ২০২৫, ১৭:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সৌদি আরবে নির্মাণ কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম (৩০)।
বুধবার (২১ মে) বিকেল ৫টার দিকে মক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের দক্ষিণ পাড়ার মন মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দিনরাত কষ্ট করে রোদে-ঝড়ে কাজ করে পরিবারের মুখে হাসি ধরে রেখেছিলেন তিনি। বুধবার বিকেলে কাজ শেষ করে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে ছুটে আসা একটি বেপরোয়া প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নজরুলের পরিবার থেকে আমাকে মারা যাওয়ার খবর জানানো হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হবে।
আমার বার্তা/এল/এমই