ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের প্রকাশকের বই এর মোড়ক উন্মোচন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ১৯:৩৫ | অনলাইন সংস্করণ

  বাসস

৭৪তম আন্তর্জাতিক ফ্রাঙ্কফুর্ট বইমেলা সম্প্রতি শেষ হয়েছে। সপ্তাহব্যাপী চলা এই মেলা সারা বিশ্বের খ্যাতিমান লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক, বিক্রেতাসহ লাখো বই পাগল মানুষের মিলন মেলায় পরিণত হয়।

বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের স্টল ছাড়াও ঢাকা থেকে ‘পারিজাত প্রকাশনী’র প্রকাশক শওকত হোসেন লিটু ঢাকা থেকে এই মেলায় অংশগ্রহন করেন। মেলায় এই প্রকাশনী থেকে প্রকাশিত জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও এটিএন বাংলার ব্যুরো প্রধান খান লিটন রচিত ‘জগাখিচুরি দুই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বার্লিনে বাংলাদেশ দূতাবাসের কর্মাশিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম, সহকারী উপ-সচিব শিল্পী রানী রায়, পোলান্ডের লেখক গোস্বা বিসকী, জার্মান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাবু সরদার, এ্যাডভোকেট সমেন সাহা, ফরিদ আহমেদ এবং লেখক খান লিটনসহ সাংবাদিক ফাতেমা রহমান রুমা ও বাংলা মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।