ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মো. আব্দুল মতিন শুক্রবার সকালে সলিমগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও আলোচনা সভায় অংশ নেন।
সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বানী নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান, নবীনগর উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সহ-সভাপতি এবং ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন।
এডভোকেট মতিন বলেন, “আমি নির্বাচিত হতে পারলে যোগাযোগ ব্যবস্থা, কৃষি খাত ও আইনশৃঙ্খলার উন্নয়নের মাধ্যমে নবীনগরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, আগামী দিনে দেশনায়ক তারেক রহমানকে দেশ পরিচালনায় দেখতে চান এবং এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক এডভোকেট মো. জামাল উদ্দিন, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা তাজুল ইসলাম, কৃষক দলের নেতা নবী শিকদার সুমন, যুবদল নেতা মো. নাজির হোসেনসহ স্থানীয় বিএনপি, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভা শেষে এডভোকেট আব্দুল মতিন লিফলেট বিতরণ ও সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পরে আবার বিকেলে বড়িকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতিত্বে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ আরো অনেকে।
আমার বার্তা/এল/এমই