প্রশ্ন রিজভীর

জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৭:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শেখ হাসিনা যা চাচ্ছেন পিআর পদ্ধতি অনেকটা ওইরকমই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি কী জনগণ বলতে পারবে? এটা কী নারকেল তেলের মতো মাথায় মাখে, না সাবানের মতো শরীরে দেয়? শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম।’

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দীঘির মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। দলের সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘বিএনপি তো সংস্কারের বিষয়ে না করেনি। প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার নির্বাচন দিক। এরপর যে দল ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কার করবে। কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন প্রলম্বিত করার কথা বলেন। সেটা কেন হচ্ছে তা আমরা ভালো করেই বুঝতে পারছি।’

দলের সদস্য সংগ্রহ অভিযান নিয়ে তিনি বলেন, ‘খেয়াল রাখতে হবে আওয়ামী লীগে যারা পদে ছিল, যারা বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে তারা যেন দলের সদস্য হতে না পারে। যারা টেন্ডারবাজি করেছে, অন্যের জায়গা দখল করেছে, যারা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে রেখেছিল তারা যেন দলে স্থান না পায়।’

তিনি আরও বলেন, ‘আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। গণতান্ত্রিক সমাজ গঠন করতে চাই। এমন একটি দেশ গড়তে চাই যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। এসব অঙ্গীকার করে আমরা নতুন করে দেশটাকে বিনির্মাণ করতে চাই।’

‘পিআর পদ্ধতি কি এটা কি জনগণ বলতে পারবে? পিআর নারিকেল তেলের মতো মাথায় মাখে না সাবানের মতো গায়ে দেয় সেটা জনগণ বুঝে না। পিআর এর কোনো দৃষ্টান্ত নেই। সাধারণ মানুষ চায় তাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হোক,’ যোগ করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।


আমার বার্তা/এমই