বিএনপির পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৫

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৫:৩৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ‘কিলার গ্যাং’-এর নামে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির তিন নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার ভোরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতাররা হলেন শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া। 
 
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়েছে।’
 
তবে শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ অভিযোগ করেছেন, ‘বিএনপি নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।’
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে এক অজ্ঞাত ব্যক্তি একটি চিঠি দিয়ে যায়। শুক্রবার সকালে কর্মচারী ওই চিঠি আজাহারুলকে দেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
চিঠিতে লেখা ছিল, ‘চিঠির কথা যদি কাউকে বলিস বা আইনের আশ্রয় নিস, তাহলে তোর মরদেহ খুঁজে পাবে না। মনে রাখিস, প্রশাসন সব সময় তোর পাশে থাকবে না। পাঁচ লাখ টাকা তোর কাছে কিছু না। এতদিন ব্যবসা করেছিস, কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আগামী ৩ আগস্ট রোববার সন্ধ্যা ৭টায় কাগমারী মাহমুদুল হাসানের বাড়ির সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে করে টাকা রেখে যাস।’ এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।


আমার বার্তা/এল/এমই