ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বুধবার (০৯ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় ধরে রাখতে যেসব বিচারক সহায়ক ভূমিকা পালন করেছেন, তাদের চিহ্নিত করতে চাইলে তা খুব বেশি সময়ের ব্যাপার নয়। সরকার এবং প্রধান বিচারপতির সদিচ্ছা থাকলেই তা সম্ভব। সেই বিচারকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটি জানিয়ে একটি তালিকা প্রকাশ করা হোক। সরকার ও প্রধান বিচারপতি চাইলে দায়ী বিচারকদের চিহ্নিত করা সময়ের ব্যাপার মাত্র।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলেন, ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হলে সংবিধানের ৮ম সংশোধনী মামলার রিভিউ আবশ্যক। এটি ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়।
বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ সংশোধনের প্রয়োজন রয়েছে। কারণ বিচারক নিয়োগ কমিটিতে কোনো আইনজীবীর প্রতিনিধিত্ব রাখা হয়নি। অথচ অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। এটা অনুচিত।
বার সমিতির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে মব শাসন চলছে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট বারের নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আমরা মনে করি না। এ পরিস্থিতিতে ভোটে যেতে চাই না।
আমার বার্তা/এমই