সাম্য হত্যার বিচারের দ্রুত দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ

প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৭:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শাহবাগ মোড়ে ছাত্রদলের অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে পূর্বনির্ধারিত প্রতিবাদ সমাবেশটি জাতীয় জাদুঘরেরর সামনে করার কথা থাকলেও পরে সেটি শাহবাগ মোড়ে করার ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ অন্যান্য নেতাকর্মীও এ সমাবেশে অংশ নেন।

এর আগে দুপুর থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জাদুঘরের সামনে জড়ো হন। পরে সবাই শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে এই রাস্তার চার দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই’-ইত্যাদি স্লোগানে শাহবাগ মোড় প্রকম্পিত করে তোলে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, একটা গোষ্ঠী ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে কিলিং মিশনে নেমেছে। ৫ দিন হয়েছে আমার ভাইকে খুন করা হয়েছে, এখন পর্যন্ত দৃশ্যমান কিছু দেখছি না। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিরাপদ না। প্রশাসন কি করছে জানতে চাই।

এর আগে গত মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন সাম্য। তাকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০–১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।


আমার বার্তা/এমই