মালয়েশিয়ায় ৩১ দফা নিয়ে বিএনপির কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১৭:২৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মালয়েশিয়ায় কর্মশালা করেছে জোহর প্রদেশ শাখা বিএনপি।

১১ মে, জোহর বারুর বারজায়া ওয়াটারফ্রন্ট হোটেলের বলরুমে আয়োজিত ৩১ দফার কর্মশালা অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মূললক্ষ্য তুলে ধরেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান।

কর্মশালা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে ৩১ দফা নিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন, আমরা তার স্বপ্নটাকেই ছড়িয়ে দিতে কাজ করবো। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৫ সালে এক দলীয় শাসন বাকশাল থেকে মুক্ত করে শহীদ জিয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে স্বৈরাচার এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয়। একইভাবে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সর্বোচ্চ ভূমিকা পালন করেন তারেক রহমান।’

জোহর প্রদেশ বিএনপির সভাপতি মো. জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রহমত উল্লার সঞ্চালনায় কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন, জোহর বিএনপির উপদেষ্টা ও মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি এমজে আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি এস এম রহমান তনু, জোহর বিএনপি শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, মালয়েশিয়া বিএনপির সদস্য জসিম উদ্দিন, যুবদল মালয়েশিয়া শাখার সহ-সাধারণ সম্পাদক রমজান আলি, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্তসহ জোহর প্রদেশ বিএনপির শাখা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী পদক্ষেপের বিষয়ে বাস্তবিক উদাহরণ তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জোহর প্রদেশ বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, সহ-সভাপতি মো. বাবুল, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লাল হোসেনসহ জোহর প্রদেশ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা।

 

আমার বার্তা/এল/এমই