১০ ডিসেম্বর নয়াপল্টনেই গণসমাবেশ করা হবে: রিজভী

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ১৫:৩৫ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা বিভাগীয় মহাসমাবেশ হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে বিএনপির প্রচার উপকমিটির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ঢাকায় মহাসমাবেশ নিয়ে এখনও আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে জানতে পারছি, সরকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিতে চায়। কিন্তু আমাদের সিদ্ধান্ত, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশ হবে।

এখানে অতীতেও আমরা অনেকগুলো বড় সমাবেশ করেছি। সুতরাং এখানে সমাবেশের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন জানে কীভাবে নয়াপল্টনে সমাবেশ হয়। যেহেতু সমাবেশটা আমাদের, সেহেতু তাকে সুন্দর ও সুশৃঙ্খল করার দায়িত্ব আমাদেরই।

এসময় রিজভী বলেন, বিভিন্ন সময় দেখেছি, দেশের গণমাধ্যম নানাভাবেই চাপে পড়ে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারে না। আশা করবো, আমাদের সমাবেশ নিয়ে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।

গণমাধ্যমের কাছে সেটাই আমাদের প্রত্যাশা। সরকার সারা দেশে এর আগেও বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে টালবাহানা করেছে। পরিবহন বন্ধ করে দিয়েছে। ঢাকা বিভাগীয় আমাদের মহাসম্মেলন নিয়েও সেরকম করছে।

তিনি বলেন, বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায়ের সম্মেলনে ২২ আগস্ট থেকে এ পর্যন্ত আমাদের দলের আট জন নেতা মারা গেছেন। সর্বশেষ আজ (সোমবার) সকালে আমাদের সাবেক এমপি মারা গেছেন। যত যাই ঘটুক, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

বাধা-বিপত্তি দিলেও কর্মসূচি চলবে। ১০ ডিসেম্বরের মহাসমাবেশ ঘিরে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। পরিবহন ধর্মঘট ডাকবে। যেই বিএনপির সমাবেশ শেষ হবে, তখন তাদের ধর্মঘটও শেষ হয়ে যাবে।

এসময় আরও উপস্থিতি ছিলেন গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত প্রচার উপকমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপু, সদস্য সচিব প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।

এবি/ওজি