কাতারে ইসরায়েল যে গর্হিত কাজটি করেছে তার নিন্দা জানিয়েছি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনের মূল উদ্দেশ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, কাতারের প্রতি আমাদের সমবেদনা শুধু নয়, তাদের প্রতি তা ব্যক্ত করা এবং অত্যন্ত গর্হিত যে কাজটি ইসরায়েল করেছে, তার নিন্দা করা। সেটাই আমরা করেছি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দোহা সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, কাতারে খুবই অপ্রত্যাশিত এবং বেআইনিভাবে ইসরায়েল একটি হামলা চালিয়েছিল। সবচেয়ে অদ্ভুৎ ব্যাপার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুদ্ধ বন্ধ করার জন্য কিছু শর্তাবলির অধীনে কিন্তু হামাস এবং ইসরায়েলের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে যাওয়ার চেষ্টা চলছিল। আলোচনা করতে যায় যারা, আলোচকদের মেরে ফেলতে চাওয়া এটা বড় অদ্ভুৎ বিষয়। যুদ্ধ শেষ করতে হলেতো আলোচনা করতেই হবে।

তিনি বলেন, রোববার দোহায় মন্ত্রী পর্যায়ের এবং সোমবার সম্মেলন ছিল। এটার মূল উদ্দেশ্যে ছিল– ইসরায়েলি এই আক্রমণের নিন্দা করা এবং কাতারের প্রতি সমর্থন ও সহমর্মীতা জানানো। আমরা সেটাই করেছি।  

বাংলাদেশের অবস্থান জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান বা আরব দেশগুলোর অবস্থান তো একই। আমরা নিন্দা জানিয়েছি এবং কাতারের প্রতি সমর্থন জানিয়েছি।


আমার বার্তা/এমই