নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আগে দলগুলোর সঙ্গে আলোচনার দাবি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৪:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে কমিশনের আলোচনা করা উচিত বলে মনে করে বিএনপি, জামায়াত ও এনসিপি। তবে, জামায়াতের লেভেল প্লেয়িং ফিল্ড আর এনসিপির গণপরিষদের শর্ত থাকলেও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সংশয় নেই তাদের।
এক-এগারো জরুরি সরকারের সময় থেকে তফসিলের আগে রোডম্যাপ দিয়ে আসছে নির্বাচন কমিশন। সেই ধারার এ সপ্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনের রোডম্যাপ দেবে ইসি। এটিকে কমিশনের স্বাভাবিক কার্যক্রম হিসেবেই দেখছে রাজনৈতিক দলগুলো। তবে এখনও ঐকমত্যের বিষয় অমীমাংসিত থাকা এবং ইসির একক সিদ্ধান্ত নেওয়াকে, ঐতিহ্যের লঙ্ঘন বলে মনে করে বিএনপি, জামায়াত ও এনসিপি।
এদিকে, রোডম্যাপের অপেক্ষায় না থেকে নির্বাচনি প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। এরইমধ্যে ৩০০ আসনে প্রাথমিক মনোনয়নের তালিকা করে ফেলেছে বিএনপি ও জামায়াত। আর দলের নিবন্ধন ইস্যুর পাশাপাশি নির্বাচনের বৈধতা নিয়ে চিন্তিত এনসিপি।
স্বৈরাচারমুক্ত বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হওয়া উচিত বলেও একমত দলগুলো।
আমার বার্তা/জেএইচ