ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৬:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন আগামী ২৫ আগস্ট ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে শুরু হবে। চার দিনব্যাপী এ সম্মেলন চলবে ২৮ আগস্ট পর্যন্ত।
বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেবে বলে জানা গেছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে বিজিবি সদরদপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত হত্যা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান দমন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন এবং অননুমোদিত অবকাঠামো নির্মাণ প্রতিরোধ, সীমান্ত নদীর তীর সংরক্ষণ ও পানির ন্যায্য হিস্যা আদায়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনায় যৌথ উদ্যোগ এবং সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণা থেকে সৃষ্ট উত্তেজনা প্রশমন বিষয়ে এ বারের সম্মেলনে আলোচনা হবে।
এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, সর্বশেষ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।
আমার বার্তা/এমই