অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে: দেবপ্রিয়
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৪:৩৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের এখন তাদের ‘এক্সিট প্ল্যান’ নিয়ে গভীরভাবে ভাবার সময় এসেছে। তিনি বলেন, এ ধরনের সরকারের গ্রহণযোগ্যতা, কার্যপরিধি ও ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর ওপর প্রভাব বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া দরকার।
বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ‘গভর্ন্যান্স ও নির্বাচনপূর্ব রাজনৈতিক প্রক্রিয়া’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, “অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ ভবিষ্যতে যে সরকার আসবে, তারা কতটা বৈধতা দেবে, সেটিও এখনই চিন্তার বিষয়। এক্ষেত্রে এক্সিটের ধরন ও সময়সূচি সুস্পষ্ট হওয়া দরকার।”
সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এখানে যতটুকু না করলেই নয়, ততটুকু করা উচিত। অতি সংস্কারের মোহে না গিয়ে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।”
সেমিনারে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, “সরকার সংস্কারের কথা বলে মূলত সময়ক্ষেপণের কৌশল নিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে নির্বাচন বিলম্বিত করা।”
তিনি বলেন, “বর্তমানে রাজনৈতিক অবস্থা ও আন্তর্জাতিক চাপ বিবেচনায় অক্টোবরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত। নির্বাচন আর পেছালে গণতান্ত্রিক ধারার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।”
প্রচলিত প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়েও মন্তব্য করেন মাসুদ কামাল। তিনি বলেন, “পিআর পদ্ধতি তাত্ত্বিকভাবে ভালো হলেও, এখনকার বাস্তবতায় তা সময়োপযোগী নয়। রাজনৈতিক পরিপক্বতা ও সামাজিক গ্রহণযোগ্যতার ঘাটতি থাকায় এটি কার্যকরভাবে প্রয়োগ সম্ভব নয়।”
সিপিডি আয়োজিত এ সেমিনারে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মূলত অন্তর্বর্তী সময়ের গভর্ন্যান্স, নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিবেশ এবং কাঠামোগত সংস্কার নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সবার বক্তব্যে উঠে আসে নির্বাচন ও সংস্কার যেন একে অপরের বিকল্প না হয়ে পড়ে এবং একটি সুষ্ঠু রাজনৈতিক রূপান্তরের পথে এগিয়ে যেতে পারে দেশ—এ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান।
আমার বার্তা/এমই