বিমান বিধ্বস্ত

নিহত বেড়ে ৩৫, জারিফের পর চলে গেলেন মাসুমাও

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:৪৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাসুমা (৩২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অফিস সহায়ক (আয়া) হিসেবে কর্মরত ছিলেন। 

এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আর হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৪৮ জন।

এর আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জারিফ (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এদিকে, শুক্রবার (২৫ জুলাই) হাসপাতালটিতে চিকিৎসাধীন ৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।