চলতি সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন: আলী রীয়াজ
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১২:২৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজনৈতিক অচলাবস্থার সমাধানে আলোচনার গতি বাড়াতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সংলাপে গতি আনার তাগিদ দিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহেই বড় ধরনের অগ্রগতি আনতে চায় কমিশন।
রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার সূচনায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমরা দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির দিকে এগিয়ে যেতে চাই।’
আলী রীয়াজ বলেন, ‘এই সপ্তাহে তিন দিন আলোচনা হবে। আমরা চাই, এর মধ্যেই কমিশন একটি যৌক্তিক অগ্রগতির জায়গায় পৌঁছাক। আমরা লক্ষ্য করেছি, ৩০ জুলাইয়ের মধ্যেই একটি কাঠামোতে আসতে হবে। বড়জোর ৩১ জুলাই পর্যন্ত সময় নিতে পারি।’
আজকের আলোচনার সূচিতে থাকছে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু সেগুলো হলো- প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার, জরুরি অবস্থা জারি।
কমিশনের এই আলোচনা পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। আলোচনার মধ্য দিয়ে আগামী জাতীয় সনদ ও রাজনৈতিক সমঝোতার ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগোচ্ছে ঐকমত্য কমিশন।
আমার বার্তা/জেএইচ