ই-পেপার মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

দুর্নীতির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ছাড়া উপায় নেই: ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:
০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫
আপডেট  : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪
দুর্নীতি দমন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. ইফতেখারুজ্জামান। ছবি সংগৃহীত

দুর্নীতি দমন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আমরা গবেষণা ও সংবাদমাধ্যমে এত দিন যা দেখে এসেছি এবং দুদক সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছি-সেটি অত্যন্ত বিব্রতকর। যা এত দিন শুনেছি বা জেনেছি, তার চেয়ে হাজারগুণ বেশি অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দুদকের অভ্যন্তরে রয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দুদক সচিব খোরশেদা ইয়াসমীনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

এ সব বলতে বিব্রত বোধ হচ্ছে’ উল্লেখ করে দুদক সংস্কার কমিশনের প্রধান বলেন, এক দিকে দুদক দুর্নীতির সহায়ক ভূমিকা পালন করেছে। অন্যদিকে দুদকের কর্মকর্তা ও কর্মচারীরা নিজেরা দুর্নীতিতে লিপ্ত হয়েছে। এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হলে, সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নাই।

তিনি বলেন, তারুণ্যের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য যেসব ক্ষেত্র এ প্রতিষ্ঠান চিহ্নিত করেছে, তার শীর্ষে রয়েছে দুদক। দুদক সংস্কারে কার্যক্রম চলছে।

দুর্নীতি দমন কমিশনের সংস্কার একটি অবমাননাকর দৃষ্টান্ত উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কারের প্রয়োজন হবে কেন? দুদক তো দুর্নীতি নিয়ন্ত্রণ করবে। এই প্রতিষ্ঠানে যারা নিযুক্ত হন, হোক না রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত হয়েছেন! আপনি যেই মুহূর্তে দুদকের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, আপনার মনে কেন এই বোধটা জন্মায় নাই যে, আপনার দায়িত্ব হচ্ছে দুর্নীতি দমন করা। আপনি কেন দুর্নীতির সহায়ক ভূমিকা পালন করবেন। এই প্রতিষ্ঠানের সংস্কার কেন হবে। এর চেয়ে বড় অবমাননাকর দৃষ্টান্ত দুদকে আর কী হতে পারে!

তিনি বলেন, এমন একটা পরিস্থিতিতে আমরা কথা বলছি, যখন কমিশন নেই। তিনজন কমিশনার পদত্যাগ করেছেন। পদত্যাগ করতে বলা হয়েছে, তাই তাঁরা পদত্যাগ করেছেন।

কমিশনের পদত্যাগের মাধ্যমে দুদকে স্থবিরতা দেখা দিয়েছে জানিয়ে সংস্কার কমিটির প্রধান বলেন, একটা উভয়সংকটে ফেলে দেওয়া হয়েছে এই রাষ্ট্রব্যবস্থাকে। কেন না দুদক এমন একটা প্রতিষ্ঠান, যেখানে কমিশনের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। প্রায় দেড় ১ মাস হয়েছে কমিশনে কোনো সিদ্ধান্ত নাই। যাদের জবাবদিহির আওতায় আনা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না আইনগতভাবে।

সংস্কার কমিশনের প্রধান অগ্রাধিকারই হলো কমিশন গঠন করা উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশন যে পরামর্শ দেবে, তার সঙ্গে যদি দুদক কমিশন নিয়োগ সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে আমরা আবার সেই একই অবস্থায় চলে যাব। একই চক্রে কি আমরা আবার পড়ে যাব? এই যে উভয়সংকটের সমাধান সরকারকে করতে হবে। কেন না এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকারের উদ্যোগে। কোন পথটা ভালো হবে সেটা সরকার ঠিক করবে।

বিশেষ ব্যবস্থার পরামর্শ দিয়ে ইফতেখারুজ্জামান বলেন, আমরা মনে করি, এর মধ্যে দুদকের একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করা দরকার। যার মাধ্যমে দুদককে ন্যূনতম অপারেশনাল জায়গায় নিয়ে যাওয়া যায়। যত দিন পর্যন্ত দুদক সংস্কার কার্যক্রম চালু হয়, তত দিন পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা অপরিহার্য বলে আমরা মনে করি। আমরা যেন আবার একই চক্রে আবদ্ধ হয়ে না পড়ি।

আমার বার্তা/এমই

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খ্রিষ্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার