যে কৌশলে ব্যায়াম করলে উচ্চতা বাড়ে

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২, ১৬:৪৮ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

ছোটবেলা থেকে অনেকেই উচ্চতার জন্য ভোগে। তবে টেনশন না করার উপায়ও আছে।
তবে নিজে থেকে একটু চেষ্টা ও আত্ববিশ্বাস থাকলে উচ্চতা বাড়ানো সফলতা পাওয়া যাবে। তবে অধিকাংশ তরুন-তরুনিরা ব্যস্ততার জন্য সময় বের করতে পারেনা। ফেসবুকিং মেসেঞ্জার , হোয়াটসআপ, ইমু ভাইবাররে প্রযুক্তির কল্যানে আজকালকার ছেলেমেয়েরা সময় বের করেতে ব্যায়াম করেতে পারে না। তারপরও কিছু ব্যায়াম আছে  যে ব্যায়াম সব সময় যে কোন জায়গায় করা যায়। আসুন জেনে নিই------

এক পায়ে লাফ পদ্ধতি

ঘরে বা বাইরে যেকোনো স্থানে এই ব্যায়ামটি করা যেতে পারে। এমনকি পড়াশোনার সময়ও। পর্যাপ্ত সময় না পাওয়া গেলে কোথাও যাওয়ার পথেও সেরে নেওয়া যায় ব্যায়ামটি। পড়াশোনা তৈরি কিংবা খেলাধুলার সময় একটু মনে করেই ব্যায়ামটি করা যায়। দুই হাত আকাশের দিকে রেখে এক পায়ে লাফাতে হবে। অন্তত ৮ বা ১০ পদক্ষেপ এক পায়ে লাফাতে হবে। এবার অন্য পায়ে এটি করতে হবে। নিয়মিত এ ব্যায়াম করলে দারুণ ফল পাওয়া যাবে।

ফল : এই অনুশীলনে ব্রেনের উপকার হয়। এটা পায়ের শক্তি যেমন বাড়ায় তেমনি উচ্চতা বৃদ্ধির হরমোনকে প্রভাবিত করে।

ঝোলা ব্যায়াম

এটা একটা রড বা কোনো কিছু ধরে ঝুলতে হবে। এ সময়ে পায়ের আঙুল মাটির দিকে রাখতে হবে। মুখ ওপরে রাখতে হবে। এই ব্যায়াম উচ্চতা বাড়াতে সাহায্য করে। এটা হাত ও কাঁধ শক্তিশালী করতে সাহায্য করে। পাকস্থলীকে শক্তিশালী করে।