ডা. নিতাই হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৩:৪৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

এক যুগের বেশি সময় আগে স্বাধীনতা চিকিৎসক পরিষদের একজন নেতা ডা. নিতাই হত্যার দায়ে ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কামরুল, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, হাসান মিজি, সাঈদ ব্যাপারী ওরফে আবু সাঈদ।
এছাড়া চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
আমৃত্যু কারাদণ্ড প্রাপ্তরা হলেন- সাইদুল, প্যাদা মাসুম, আবুল কালাম ও ফয়সাল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রফিকুল ইসলাম।
আমার বার্তা/জেএইচ