আত্মসমর্পণের পর বিএনপি নেতা জুয়েল কারাগারে

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ১৯:৩০ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

পাঁচ মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আব্দুল কাদির আজ (বুধবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তার আইনজীবী অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে থাকা পুরোনো দুই শতাধিক মামলার মধ্যে রাজধানীর পৃথক ৩ থানায় নাশকতার পাঁচ মামলায় আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। সাজা হওয়া এসব মামলার মধ্যে পল্টন থানার ২ মামলায় আজ তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া সাজা হওয়া ধানমন্ডি থানার ২ মামলা ও শাহজাহানপুর থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আব্দুল কাদির জুয়েল জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি। পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হন।


আমার বার্তা/এমই