নতুন টেলিকম পলিসিতে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষার আহ্বান
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নতুন টেলিকম পলিসিতে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষার বিষয়টি পুনর্বিবেচনা না করা হলে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম।
নতুন টেলিকম পলিসিতে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ না রক্ষা হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে ‘নতুন টেলিকম পলিসি: দেশি উদ্যোক্তাদের অস্তিত্বের প্রশ্ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আমিনুল হাকিম বলেন, নতুন টেলিকম পলিসিতে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষার বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় আইনি পদক্ষেপ নেয়া হবে।
আইওএফ সভাপতি আসিফ রব্বানী বলেন, নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের আগে আন্তর্জাতিক কল আদান-প্রদানকারী অপারেটরদের সঙ্গে আবারও সরকারকে আলোচনায় বসতে হবে। অন্যথায় আইনি পদক্ষেপ নেয়া হবে।
মতবিনিময় সভায় আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্স ও আইএসপিএবির সদস্যরা যৌথ ঘোষণায় বলেন, জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে এই পলিসি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই পলিসির মাধ্যমে টেলিকম খাতকে বিদেশি প্রতিষ্ঠান বা মোবাইল অপারেটরদের হাতে তুলে দেয়া হচ্ছে। এটা জাতীয় স্বার্থের পরিপন্থি।
আমার বার্তা/এল/এমই