এবার লেখা-ছবি থেকে তৈরি হবে ভিডিও
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৫:৪৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ভিডিও তৈরি করা এখন আর শুধু পেশাদারদের কাজ নয়, বরং আপনার হাতের মুঠোয়। গুগল সম্প্রতি এমন একটি নতুন অ্যাপ উম্মুক্ত করেছে, যা আপনাকে শুধুমাত্র কয়েকটি লেখা বা ছবি ব্যবহার করে অত্যাধুনিক ভিডিও বানানোর সুযোগ করে দেবে। ‘ভিডস’ নামের এই এআই-নির্ভর অ্যাপটি শর্ট ভিডিও তৈরিতে নতুন মাত্রা দিতে যাচ্ছে।
দ্য ভার্জ-এর খবর অনুযায়ী, ‘ভিডস’ নামের অ্যাপটির মূল বিশেষত্ব হলো এটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা পরিচালিত হবে। ব্যবহারকারীরা শুধুমাত্র লেখা বা ছবি ব্যবহার করে খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন। সবার জন্য উন্মুক্ত করায় এখন সাধারণ ব্যবহারকারীরাও টেমপ্লেট, স্টক মিডিয়া ও বেশ কিছু এআই সুবিধা কাজে লাগিয়ে সহজে ভিডিও তৈরি করতে পারবেন।
গুগল ভিডসের মাধ্যমে টেক্সট, ছবি এবং অন্যান্য মিডিয়া ফাইল দিয়ে স্বয়ংক্রিয়ভাবে গল্প বা ভিডিও তৈরি করা যাবে। অ্যাপটিতে একটি ভার্চুয়াল এআই অ্যাভাটার থাকবে, যা একজন উপস্থাপকের মতো ভিডিওতে বিভিন্ন তথ্য তুলে ধরতে পারবে। এটি মূলত পেশাদার কাজে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে, যেমন— কোনো ব্যবসার জন্য প্রমোশনাল ভিডিও তৈরি করা বা অফিসের কোনো প্রেজেন্টেশন বানানো।
এই অ্যাপটি গুগল ওয়ার্কস্পেস অর্থাৎ গুগল ডকস, শিটস, এবং স্লাইডসের মতো অ্যাপগুলোর সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা সহজেই তাদের ডেটা দিয়ে দ্রুত ভিডিও তৈরি করতে পারবেন।
বর্তমানে ব্যবহারকারী নির্দিষ্ট ছবি, যেমন কোনো নতুন পণ্যের ছবি ব্যবহার করে মাত্র ৮ সেকেন্ডের ছোট ছোট ভিডিও তৈরি করতে পারবেন। গুগল বলছে, এই অ্যাপ ব্যবহার করে কোম্পানিগুলো তাদের পণ্যের ডেমো, প্রশিক্ষণ ভিডিও বা প্রমোশনাল কন্টেন্ট বানাতে পারবে। এতে তাদের সময় ও অর্থ সাশ্রয় হবে।
আমার বার্তা/এল/এমই