দেরি হলে আপনার হয়ে মেসেজ পাঠাবে গুগল জেমিনি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৬:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গুগল জেমিনি লাইভকে আরও কার্যকর করতে ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপগুলোর সঙ্গে নতুন ইন্টিগ্রেশন আনছে। উদাহরণস্বরূপ, আপনি যদি জেমিনির সঙ্গে গন্তব্যে যাওয়ার রাস্তা নিয়ে কথা বলছেন এবং হঠাৎ বুঝলেন দেরি হয়ে যাবে, তখন সরাসরি বলতে পারবেন— “এই রুট ভালো। এখন অ্যালেক্সকে মেসেজ পাঠাও যে আমি ১০ মিনিট দেরি করব।”
সঙ্গে সঙ্গে জেমিনি আপনার হয়ে মেসেজ খসড়া করে পাঠিয়ে দেবে। শুধু মেসেজ নয়, ফোন কল করতেও সহায়তা করবে এই ফিচার। ফলে জেমিনি শুধু তথ্য দেওয়াতেই সীমাবদ্ধ থাকবে না। বরং আপনার দৈনন্দিন যোগাযোগেও সরাসরি সাহায্য করবে।
গুগল তাদের রিয়েল-টাইম এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি লাইভে এরকম একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করছে। আগামী সপ্তাহ থেকেই ব্যবহারকারীরা স্ক্রিনে সরাসরি হাইলাইট দেখতে পাবেন, ফোনের ক্যামেরা শেয়ার করতে পারবেন এবং আরও সহজে বিভিন্ন অ্যাপের সঙ্গে এআইকে ব্যবহার করতে পারবেন।
গুগল জানিয়েছে, জেমিনি লাইভ শিগগিরই এমন এক ফিচার পাবে যা স্ক্রিনে সরাসরি বক্স এঁকে দেখিয়ে দেবে কোন জিনিসটির দিকে নজর দিতে হবে। ধরা যাক, আপনি কোনো কাজের জন্য সঠিক টুল খুঁজছেন। স্মার্টফোনের ক্যামেরা চালু করে টেবিলে রাখা টুলগুলোর দিকে ধরলেই জেমিনি লাইভ সঠিক টুলটি হাইলাইট করে দেখিয়ে দেবে।
এই সুবিধা প্রথমে পাওয়া যাবে পিক্সেল ১০–এ। যা ২৮ আগস্ট বাজারে আসছে। একই সময়ে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও ফিচারটি চালু হবে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে এটি আইওএস ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হবে।
গুগল জেমিনি লাইভে একটি নতুন অডিও মডেল যুক্ত করছে। কোম্পানির দাবি, এটি এআই-এর কণ্ঠস্বরকে মানুষের স্বাভাবিক কথার মতো করে তুলবে।
এর ফলে আপনি যদি কোনো চাপের বিষয়ে জানতে চান, জেমিনি শান্ত স্বরে উত্তর দেবে। আবার কোনো গল্প নাটকীয়ভাবে শোনাতে চাইলে সেটি সেই অনুযায়ী টোন এবং এমনকি অ্যাকসেন্টও ব্যবহার করতে পারবে।
এছাড়া ব্যবহারকারীরা চাইলে জেমিনির কথা বলার গতি বাড়াতে বা কমাতে পারবেন। যেমনটা বর্তমানে চ্যাটজিপিটির ভয়েস মোডে করা যায়।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই চ্যাটবটগুলো শুধু তথ্য দেওয়া নয়, বরং ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে আরও সহজ করার পথে এগোচ্ছে। জেমিনি লাইভ–এর নতুন আপডেটগুলো ব্যবহারকারীদের জন্য এটিকে আরও ইন্টারঅ্যাকটিভ ও কার্যকর করে তুলবে।
বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা প্রতিদিন স্মার্টফোনে নেভিগেশন, মেসেজিং বা কাজের জন্য এআই ব্যবহার করছেন তাদের জন্য এই ফিচারগুলো নিঃসন্দেহে একটি বড় সুবিধা হতে পারে।
আমার বার্তা/এল/এমই