পশ্চিম তীরের এক শহর থেকে সেনা প্রত্যাহার করল ইসরায়েল

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

পশ্চিম তীরের নাবালুস শহর থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। বুধবার সেনাদের প্রত্যাহার করে হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা।

ওয়াফা’র প্রতিবেদন অনুসারে, গত শনিবার নাবালুসে স্থানীয় ফিলিস্তিনি এবং বসতি স্থাপনকারী ইসরায়েলিদের মধ্যে দাঙ্গা উসকে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার শহরটিতে সেনা মোতায়েন করে ইসরায়েল। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ১৪ ঘণ্টা পর্যন্ত নাবালুসে অবস্থান করেছে ইসরায়েলি সেনারা।

এ সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে ৩৮ জন ফিলিস্তিনি আহত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইসিটির ফিলিস্তিন শাখা।

সংঘর্ষ-হাতাহাতি সবচেয়ে বেশি হয়ে নাবালুসের পুরাতন শহর এলাকা সেবাস্তিায়ায়। ইসরায়েলি সেনাদের দিকে ইট-পাটকেল-পাথর ছুড়েছে ফিলিস্তিনিরা, অন্যদিকে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি, রাবার বুলেট, টিয়ার গ্যাস প্রভৃতি ছুড়েছে সেনারা।

সেবাস্তিয়ায় বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি সেনারা, অনেককে মারধোরও করেছে। তবে কাউকে গ্রেপ্তার করার কোনো তথ্য পাওয়া যানি।

এর আগে মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লা থেকেও সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। তবে প্রত্যাহারের আগে কয়েক ঘণ্টা স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ হয়েছে তাদের। এ সময় ৫৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সেনা অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারী ও সেনাদের সঙ্গে সংঘাত-সংঘর্ষের উল্লম্ফন ঘটেছে। পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহ সরকারের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত এসব সংঘাত-সংঘর্ষে নিহত হয়েছেন ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ৭ হাজার জন। - সূত্র : আনাদোলু এজেন্সি


আমার বার্তা/জেএইচ