ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে আহত প্রায় ২৯
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৪:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৭ আগস্ট) ভোরে দেশটির সুলাওয়েসি দ্বীপে এই ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন।
রোববার (১৭ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানায়, ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পে পোসো রিজেন্সি কেঁপে ওঠে এবং কাছাকাছি এলাকাগুলোতেও তা অনুভূত হয়। ভোরে হওয়া এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ভবন থেকে ঝাঁপিয়ে পড়েন।
এতে দুইজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিএনবিপি।
এছাড়া ভূমিকম্পের সময় একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংস্কারাধীন অন্য একটি গির্জার কিছু অংশ ভেঙে পড়েছে বলে জানা গেছে, যার ফলে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন।
পোসো থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, ভূমিকম্পের সময় একটি গির্জায় জড়ো হওয়া উপাসকরা স্তোত্র গাইছেন। কম্পন তীব্র হওয়ার সাথে সাথে, ধর্মসভা হঠাৎ থেমে যায়, লোকেরা চিৎকার করে এবং আতঙ্কে বেরিয়ে যাওয়ার দিকে ছুটে যান।
রোববারের ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার এক বিশাল ভূমিকম্পের এক মাস পর এই ভূমিকম্প আঘাত হানল।
আমার বার্তা/এল/এমই