ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার ছোড়া ১০টি ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে রাতভর এসব ড্রোন ছুড়েছে। আজ বুধবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ইউক্রেনের ওপর রাশিয়া এস-৩০০ বিমানবিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। তবে এটি কোথায় আঘাত হেনেছে- সেই সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।
আমার বার্তা/জেএইচ