যুক্তরাজ্যের নতুন পরমাণু বিদ্যুত প্রকল্প থেকে চীন বাদ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক :

ব্রিটেন আজ মঙ্গলবার চীনের পারমাণবিক সংস্থা সিজিএনকে তার নতুন সাইজওয়েল সি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে সরিয়ে দিয়েছে। কেন্দ্রটির অবশিষ্টাংশ এখন ফরাসি অংশীদার ইডিএফ-এর সাথে নির্মিত হবে। খবর এএফপি’র।

বেইজিং যুক্তরাজ্যের জন্য এখন একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, উল্লেখ করে বলা খবরে হয়, প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউকে-চীন সম্পর্কের ‘সোনালী যুগ’ এর অবসান ঘটেছে বলে সতর্ক করার একদিন পরই এই ঘোষণা এসেছে। সূত্র : বাসস

এবি/ জিয়া