ব্যর্থ ইইউ গ্যাসের দাম নির্ধারণে 

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ১৪:০৭ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

ফাইল ছবি

গ্যাসের দাম নির্ধারণে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো। ইইউভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীরা বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্যাসের একক সর্বোচ্চ দাম নির্ধারণের বৈঠকে বসেন। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টিতে একমত হতে পারেননি তারা।

ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। 

তিনি বলেন, গ্যাসের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন যে চেষ্টা চালাচ্ছে তাকে হাঙ্গেরিসহ অনেকেই আন্তর্জাতিক গ্যাসের বাজারে বিভ্রান্তিকর হস্তক্ষেপ বলে মনে করছে। ইউরোপীয় ইউনিয়নের জ্বালানিমন্ত্রীরা ডিসেম্বরের মাঝামাঝি আবার এ বিষয়ে বৈঠকে বসবেন। তার দুইদিন পর ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ আমরা গ্যাসের মূল্য নির্ধারণের ব্যাপারে আলোচনা শুরু করেছিলাম। তবে আমি বলতে পারি যে, এটি একটি খারাপ প্রস্তাব যা ইউরোপের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।

হাঙ্গেরি রাশিয়ার গ্যাস এবং তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এজন্য দেশটি ইউরোপীয় ইউনিয়নের বেধে দেওয়া দামের বাধ্যবাধকতা থেকে নিজেদেরকে মুক্ত রাখার বিষয়ে ২৭ জাতির এ জোটের কাছে অনুরোধ জানানোর পরিকল্পনা নিয়েছে।


এবি/ইজা