বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৬ জন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৫:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৭ জনে। এর মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪২ জন।
নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় রয়েছেন ৩২ জন, বেতাগীতে ২ জন এবং বামনা ও তালতলী উপজেলায় ১ জন করে।
বর্তমানে জেলায় চিকিৎসাধীন আছেন ১০০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ৫৯ জন, আমতলীতে ৩ জন, বেতাগীতে ৫ জন, তালতলীতে ৫ জন এবং বামনা ও পাথরঘাটায় ১৪ জন করে রোগী চিকিৎসাধীন।
জেলার মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৫ হাজার ৯২৭ জন। এছাড়া তালতলীতে ১৪৪ জন, বামনায় ২৪৪ জন, বেতাগীতে ১০৫ জন, আমতলীতে ৭১ জন এবং পাথরঘাটায় আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন।
এদিকে ডেঙ্গুতে মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৫ জনের বাড়ি সদর উপজেলায়, তিনজন বেতাগীতে, তিনজন পাথরঘাটায় এবং একজন বামনা উপজেলায়।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করছি।’
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের সচেতনতার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ব্যাপক মশক নিধন কার্যক্রম ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।’
আমার বার্তা/এল/এমই