ই-পেপার বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

পদোন্নতি বঞ্চিত ৮ হাজার চিকিৎসক-শিক্ষক

আমার বার্তা অনলাইন
১৮ আগস্ট ২০২৫, ১১:৫৮

দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত প্রায় ৮ হাজার সরকারি চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষক। তাদের অভিযোগ, পদোন্নতির সব শর্ত পূরণের পরও আমলে নেয়নি বিগত সরকার। প্রাধান্য দেয়া হত রাজনৈতিক পরিচয়। নিরপেক্ষ ও ভিন্ন মতাদর্শদের জন্য ছিল শাস্তিমূলক বদলিসহ নানা বিড়ম্বনা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, বছরের পর বছর কাঙ্ক্ষিত পদোন্নতির আশায় দিন পার করছেন প্রায় ৮ হাজার সরকারি চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষক। তবে ভুক্তভোগী চিকিৎসকরা বলছেন, এই সংখ্যা ১০ হাজারের বেশি। ৭ আগস্ট ৯৪২ জন চিকিৎসককে ৬ষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

তাদের অভিযোগ, যোগ্যতার শর্ত পূরণ করেও পদোন্নতি পাননি তারা। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকাণ্ডকেও দুষলেন কেউ কেউ। ভুক্তভোগীরা জানান, একাধিক আলোচনার পরও সমাধান মেলেনি।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক ও প্রোগ্রামার ডা. রেজওয়ানুর রহমান সোহেল বলেন, ‘এমন অনেক চিকিৎসক আছেন, যারা নবম গ্রেডে ঢুকে সেখান থেকেই অবসরে গেছেন। বৈষম্য দূর করে কীভাবে পদোন্নতি দেয়া যায়, সেই বিষয়ে দফায় দফায় সভা হয়েছে। কিন্তু সভায় যে সিদ্ধান্ত হয়, তা কখনোই আলোর মুখ দেখে না।’

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হসপিটালের আবাসিক সার্জন ডা. বশির আহমেদ খান বলেন,

অনেকগুলো ধাপ অতিক্রম করার পর একজন চিকিৎসক সহকারী অধ্যাপক হওয়ার যোগ্য হন। সুতরাং যে এ ধরনের যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছেন, তাকে অবশ্যই পদোন্নতি দেয়া উচিত।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক অধ্যাপক মো. আবুল কেনান বলেন, ‘দমনপীড়নের নীতি চিকিৎসকদের ওপরও বাস্তবায়ন করা হয়েছে। যারা নিজস্ব ফেলো গভমেন্টের অনুসারী ছিলেন না, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছে।’

বাংলাদেশ আই হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জান-ই- আলম মৃধা বলেন, ‘গত ১৫/১৬ বছর আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) লোকদেরই পদোন্নতি দেয়া হয়। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি।’

গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এই চিকিৎসকরা তাদের পদোন্নতি মঞ্জুর করতে মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়ে আসছেন।

গণ-অভ্যুত্থানের আগে বা পরে বিভিন্ন দল বা গোষ্ঠী আন্দোলনের নামে নিজেদের দাবি আদায় করলেও মানুষের জীবন জিম্মি করে তা আদায় করতে চাননি বলে জানান চিকিৎসকরা। রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি নিজেরা বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে পদোন্নতি প্রক্রিয়াকে বৈষম্যমুক্ত রাখার দাবি জানান তারা।

আমার বার্তা/এল/এমই

আমার মনে হয় না আলাদা পিতৃত্বকালীন ছুটি দরকার আছে: স্বাস্থ্য উপদেষ্টা

পিতৃত্বকালীন ছুটির প্রয়োজন নেই বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপদেষ্টা নূরজাহান বেগম।

সব ক্ষেত্রে চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই: স্বাস্থ্য উপদেষ্টা

শিশুদের গুঁড়া দুধ খাওয়াতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ অনেকেই জড়িত; এটা নিয়ে

শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে টাইফয়েডের টিকাদান শুরু হবে ১২ অক্টোবর

সেপ্টেম্বরের পরিবর্তে ১২ অক্টোবর থেকে দেওয়া হবে টাইফয়েডের টিকা।  রোববার (১৭ আগস্ট) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই)

৫৭ শতাংশ স্বাস্থ্য পেশাজীবী শিশুদের অপ্রয়োজনীয়ভাবে গুঁড়াদুধ খাওয়ানোর পরামর্শ দেন

৫৭ শতাংশ স্বাস্থ্য পেশাজীবী আইন লঙ্ঘন করে শিশুদের অপ্রয়োজনীয়ভাবে গুঁড়াদুধ খাওয়ানোর পরামর্শ দেন। সোমবার (১৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

হাসিনাসহ চারজনের ফাঁসি চাইলেন নিউরো সায়েন্সের চিকিৎসক

‘একটা দল ৩০০ আসনে নমিনেশন দিয়ে, এখন পিআরের কথা বলে’

ভারত-পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত: হোয়াইট হাউস

সানজিদা তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিলো ছাত্রদল

৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র: গভর্নর

রাজধানীর বুড়িগঙ্গার তীর দখলমুক্তে যৌথ অভিযান শুরু

কুমিল্লায় ৫২ পাসপোর্ট ও মানবপাচারকারী দালাল গ্রেপ্তার

প্রগতি সরণিতে নিয়ন্ত্রণ হারিয়ে শোরুমে উঠে গেল মিক্সার গাড়ি, চালক নিহত

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে

কোন দলকে বেশি সুযোগ দেয়ার অপশন নেই: চিফ রিটার্নিং অফিসার

প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিলো কেন্দ্রীয় ব্যাংক

স্বাস্থ্যবান্ধব নীতি ও কৌশল হতে পারে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বড় হাতিয়ার

আখেরি চাহার সোম্বা, সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে, আতিকুল নতুন মামলায় গ্রেপ্তার

আজ ডাকসু ও হল সংসদের প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

জুলাই মাসে ৪২৭ সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত

বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ এর প্রধান

চ্যালেঞ্জিং হলেও সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

নেতানিয়াহু ‘যুদ্ধের নায়ক’, মনে হয় আমিও তাই: ডোনাল্ড ট্রাম্প