প্রকাশিত সংবাদের প্রতিবাদ সেই আব্দুল্লাহ ফার্মেসীর

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ১৩:২৮ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক :

গত  ২৯ নভেম্বর দৈনিক আমার বার্তা প্রত্রিকায় ‘উত্তরায় ৭০ টাকার  ঔষধ ৬০০ টাকায় বিক্রির অভিযোগ আব্দুল্লাহ ফার্মেসীর বিরুদ্ধে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি আব্দুল্লাহ ফার্মেসী কর্তৃপক্ষের গোচরীভূত হলে আমি উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ গোলাম আযম সামাজিক দায়বদ্ধতা থেকে উক্ত  সংবাদটির প্রতিবাদ জানাচ্ছি। 

পত্রিকায় আমার ফার্মেসিকে জড়িয়ে উল্লেখ করা হয়েছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সেবা নিতে আসা রোগীর একজন স্বজন আমার ফার্মেসী থেকে নেলিফসিন নামক ঔষধ ৬০০ টাকায় ক্রয় করে যা আসলে ঠিক নয়। পরবর্তীতে ঘটনাস্থলে উত্তরা পশ্চিম থানা পুলিশের একজন কর্তব্যরত অফিসার ঘটনার কোন প্রকার সত্যতা না পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কে বা কারা আমাকে সমাজ ও হসপিটালের চোখে খারাপ বানানোর উদ্দেশ্যে প্রতিবেদককে ভুল তথ্য দিয়েছে। 

দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে  পত্রিকাটিতে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। এই সংবাদটি প্রকাশিত হওয়ায় আমার এতদিনের অর্জিত সম্মান এবং প্রতিষ্ঠানের সুনাম কিছুটা ক্ষুণ্ন হয়েছে। আমি এই সংবাদটির প্রতিবাদ জানাচ্ছি। (বিজ্ঞপ্তি)