অবৈধ চিকিৎসা বন্ধে স্থানীয় প্রশাসনকে ভূমিকা রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১৯:৫১ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী।

গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

জনবল সংকট স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জানান, সেই সংকট নিরসনে কাজ চলছে। একদিনে তা পারা যাবে না। সমাধান করতে চেষ্টা করা হবে।

এসময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ঘুরে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথাও বলেন। কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন হাসপাতালের নানা সংকট নিয়ে।

ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সব দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। এজন্য গ্রামগঞ্জে যে সংসদ সদস্য আছেন, চেয়ারম্যান আছেন তাদেরও এটি দায়িত্ব। তারা যদি হাসপাতাল ভিজিট করে সমস্যা চিহ্নিত করে আমাদের অবহিত করেন তাহলে আরও অগ্রগতি হবে। কারণ আমাদের পক্ষে সারাদেশের গ্রামে-গঞ্জে গিয়ে অভিযান পরিচালনা করা সম্ভব নয়।


আমার বার্তা/এমই