চলচ্চিত্র প্রযোজককে মেসেঞ্জারে হুমকি, খালাতো ভাইকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্র প্রবাসী চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ রানাকে হত্যার হুমকি ও তার বরিশালের পৈত্রিক বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় খালাতো ভাই আলহাজ মো. সেলিম (৫৮) মারা গেছেন।
পরিবারের অভিযোগ, বরিশাল মহানগর শিবিরের কর্মী খ ম আজাদ ও তাঁর সহযোগীরা এ হামলার সঙ্গে জড়িত। তারা মামলা করতে থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি।
গত ১৫ আগস্ট খ ম আজাদ মেসেঞ্জারে কল দিয়ে মাসুদ রানাকে হত্যার হুমকি দেন। পরদিন সদর উপজেলার চরমোনাই গ্রামে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় প্রতিবাদে এগিয়ে গেলে মাসুদ রানার খালাতো ভাই সেলিম ও স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান (৩৯) মারধরের শিকার হন। গুরুতর আহত সেলিম ২০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৯ সেপ্টেম্বর রাতে মারা যান।
প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান বলেন, “১৮ আগস্ট ভাটিখানা জোড়া মসজিদের সামনে খ ম আজাদ ও সহযোগীরা লোহার রড ও হকিস্টিক দিয়ে সেলিমকে মারধর করে। আমি বাঁচাতে গেলে আমাকেও আক্রমণ করা হয়। এলাকাবাসী ছুটে আসায় তারা পালিয়ে যায়।”
মাসুদ রানা জানান, ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রে চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী ও ঋতুপর্ণার সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি ফেসবুকে পোস্ট করেন। ওই ছবি দেখে খ ম আজাদ তাঁকে মেসেঞ্জারে কল দিয়ে ‘ফ্যাসিস্ট সরকারের প্রশ্রয়দাতা’ ও ‘ইন্ডিয়ার দালাল’ বলে গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। এরপরই তাঁর বাড়িতে হামলা ও সেলিমের ওপর আক্রমণ হয়।
বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অতীতে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার পুলিশ ও ডিবি পুলিশের হাতে নির্যাতিত হন বলে অভিযোগ করেন মাসুদ রানা। ২০১২ সালের অক্টোবরের এক ঘটনায় তাঁকে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ দাবি করা হয়। পরে ভারতে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন।
মাসুদ রানা বলেন, “দেশে ফিরতে আমি ভীত। পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
আমার বার্তা/জেএইচ