সাউন্ড বিডির ব্যানারে মুক্তি পেলো নতুন গান ‘মামলা দেবো’

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৪:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সাউন্ড বিডির ব্যানারে অন্তর্জালে মুক্তি পেলো নতুন গান ‘মামলা দেবো’। গানটিতে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী জয়।

নতুন এ গানের কথা লিখেছেন তরুন সিং। গানটি সুর করেছেন এস কে সানু। মিউজিক করেছেন তরিক আল ইসলাম এবং ভিডিও এডিটিং করেছেন দিপংকর।
 
নতুন গান প্রসঙ্গে সংগীতশিল্পী জয় বলেন, এটি একটি ব্যতিক্রমধর্মী গান। গানের কথাগুলো দারুণ। সে ভালো লাগা থেকেই গানটিতে কন্ঠ দিয়েছি।

জয় আরও বলেন, গানটি দরদ দিয়ে গেয়েছি। বন্ধুমহলে এ গানের জন্য প্রশংসা পেয়েছি।   এবার অন্তর্জালে গানটি প্রকাশ হলো। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।
 
গানটি নিয়ে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক সবাই খুবই উচ্ছ্বসিত। নতুন এ গান শ্রোতা ও দর্শক মহলে জনপ্রিয়তা পাবে এমন প্রত্যাশা তাদের।
 
সাউন্ড বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘মামলা দেবো’গানটি। আসন্ন দুর্গা পূজাতেও সংগীতশিল্পী জয়ের  প্রকাশিত হবে বেশকিছু নতুন গান।
 
আমার বার্তা/এল/এমই